আমরা অনেক স্থাপনা সম্পর্কে অবগত আছি কিন্তু আজকে জানাবো এক অসাধারণ স্থাপনা সম্পর্কে। আপনারা হয়তো জানেন পৃথিবীর সকল ধরনের আশ্চার্য সকল কিছু চায়নার তৈরি। তেমনি চায়না এমন একটি রিসোর্ট তৈরি করেছে যার নাম শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট। এই স্থাপনা সবার কাছে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। এই বিল্ডিং তৈরি করা হয়েছে মিশ্র ভবন হিসেবে। এখানে আছে নানা ধরনের সুযোগ সুবিধা। এই বিল্ডিং এর মধ্যে তৈরি করা হয়েছে হোটেল, আবাসিক এপার্টমেন্ট, রিসোর্ট, রেস্টুরেন্ট এমন আরো অনেক কিছু। আজকে এই পোস্ট এর মাধ্যমে আলোচনা করা হবে কি কি আছে এই হোটেল টির মধ্যে এবং সকল ধরনের সুযোগ আসুবিধা সম্পর্কে।
ডিজাইন এবং স্থাপনা নিয়ে কিছু তথ্যঃ
শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট এর ডিজাইন এর জন্য সবার কাছে খুব আলোচিত। এমন একটি বিল্ডিং এতো সুন্দর তার ডিজাইন এবং এই ডিজাইন গোলাকৃতি আকারে করা হয়েছে। এই হোটেল তৈরির কাজ শুরু করা হয়েছিলো ২০১০ সালে। মাত্র তিন বছরেই ২০১৩ সালে এর কাজ শেষ করা হয়। জনসাধারণ দের জন্য ২০১৩ সালেই খুলে দেওয়া হয়। এর ডিজাইনে সবচাইতে আকর্ষণীয় দৃশ্য হলো রাতের বেলাতে পুরো হোটেল আলোকিত করা হয়। এই আলো গুলো পানির উপরে প্রতিফলিত হওয়ার কারনে একধরনের মনোরম পরিবেশ তৈরি হয়। যা দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ জমা হয়ে থাকে। এই হোটেল তৈরি করতে খরচ করা হয়েছে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।
শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট হোটেলের মধ্যে কি কি আছেঃ
১। রুম এবং স্যুটঃ এই হোটেলে নানা ধরনের রুম এবং এপার্টমেন্ট এর ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি অনেক ধরনের রুম এবং স্যুট দেখতে পাবেন। প্রায় ৩২১ টি নানা শ্রেণীর রুম এবং স্যুট তৈরি করা হয়েছে। এই সকল রুম গুলো বিলাসবহুল এবং আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। এই রুম গুলো থেকে আপনি সরাসরি পুরো শেরাটন হুঝৌ হট স্প্রিং অপরদিকে দেখতে পাবেন। এবং এখান থেকে হুঝৌ শহর উপভোগ করতে পারবেন। এর মধ্যে কিছু ব্যয়বহুল এবং বিলাসবহুল রুমগুলোতে আছে বিশাল ডাইনিং স্পেস, বাথরুম এবং ৪ টি বেডরুম এবং আরো অনেক ধরনের সুবিধা পাবেন।
২। রেস্টুরেন্ট এবং বারঃ এই শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট হোটেলে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। এর সাথে বিনোদনের অনেক সুবিধা আপনি পাবেন। পর্যটক দের এবং সকলের জন্য আছে বার এর সুবিধা। এর সাথে এখানে আপনি দেশি বিদেশি নানা ধরনের খাবার খেতে পারবেন।
৩। স্পাঃ শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট এর সবচাইতে আকর্ষণীয় স্থান হলো বিলাসবহুল স্পা সুবিধা। আপনি এখানে বিভিন্ন ধরনের থেরাপি এবং ট্রিটমেন্ট নিতে পারবেন। এখানে পর্যটক দের জন্য আরামদায়ক পরিবেশ প্রদান করে থাকে।
৪। সুইমিং পুলঃ এই হোটেলে আপনি দুই ধরনের সুইমিং পুল দেখতে পাবেন। হোটেলের ভেতরে একটি সুইমিং পুল এবং হোটেলের বাহিরে একটি সুইমিং পুল তৈরি করা হয়েছে। আপনি যেকোনো টিতে সুইমিং করতে পারবেন এবং এর সাথে অনেক অভিজ্ঞতা তৈরি করতে পারবেন।
৫। পর্যবেক্ষণ ডেকঃ শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট হোটেলের উপরে বিশাল পর্যবেক্ষণ ডেক আছে। আপনি এর হোটেলের সকল স্থান থেকে হুঝৌ শহর উপভোগ করতে পারবেন।
৬। জিমঃ এই হোটেলে পর্যটক এবং সকল সাধারন দের জন্য জিম এর সুবিধা প্রদান করা হয়।
৭। কনফারেন্স হলঃ শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট এর মধ্যে আপনি বিশাল কনফারেন্স হল দেখতে পাবেন। আপনি এখানে যেকোনো ধরনের অফিসিয়াল মিটিং করতে পারবেন। আপনি চাইলে এখানে অনুষ্ঠান এর আয়োজন করতে পারবেন।
শেরাটন হুঝৌ হট স্প্রিং রিসোর্ট হুঝৌ শহরের মানুষের জীবন ধারা পরিবর্তনের একক বলা যায়। তার সাথে হুঝৌ শহর কে আধুনিকতার দ্বারে নিয়ে গেছে। এখানে দেখার মতো আরো অনেক কিছু আছে। যেমন এখানে আপনি প্রাচীন চীনা বাগান দেখতে পারবেন, মিঠা পানির নদী দেখতে পারবেন, এখানে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন, এর সাথে প্রকৃতির মনোরম পরিবেশ এমন আরো অনেক কিছু। এই হোটেল সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট করে বলতে পারেন। ধন্যবাদ।