আমরা জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি। তবে এখন পর্যন্ত একটি জায়গার সৌন্দর্য সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই পোস্ট এর মাধ্যমে আপনি এক নতুন জায়গা সম্পর্কে জানতে পারবেন। এটি এমন একটি জায়গা যেখানে আপনি সকল ধরনের বিনোদন এর স্বাদ পাবেন। এটি কোন সহজ জায়গা না এখানে আপনি সকল কিছু অনেক আধুনিক এবং উন্নত দেখতে পারবেন। পৃথিবীর মধ্যে যত ব্যয়বহুল জায়গা আছে বেসেল তার মধ্যে একটি। এই পোস্ট এর মাধ্যমে বেসেল এর সকল কিছু নিয়ে আলোচনা করা হবে। তো চলুন জেনে নেই বেসেল সম্পর্কে।
আমরা হয়তো অনেকেই জানি সুইজারল্যান্ড খুব সুন্দর একটি জায়গা। এই সুইজারল্যান্ড এর একটি সুন্দর তম শহর বা জায়গা হলো বেসেল। বেসেল হলো সুইজারল্যান্ড এর তৃতীয় বৃহত্তম শহর। এই শহর এতো জনপ্রিয় হওয়ার অনেক কারন আছে। এখানে আপনি নানা ধরনের শিল্প, ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি এর সাথে এখানে আছে নানা ধরনের বিনোদন এবং সুন্দর জায়গা গুলো। এই বেসেল শহর ফ্রান্স এবং জার্মানির সীমান্তের খুব কাছে অবস্থিত।
বেসেল এর সকল সুন্দর জায়গাঃ
১। বেসেল মিনস্টারঃ ১২০০ শতকে নির্মাণ করা হয়েছিলো এই ক্যাথেড্রালটি। বিশাল জায়গার উপর এই ক্যাথেড্রালটি তৈরি করা হয়। এখানে আপনি দেখার মতো অনেক পাবেন। সুন্দর মনোরম পরিবেশ এর সাথে দেখতে পারবেন রাইন নদী। এই ক্যাথেড্রালটি নির্মাণ করা হয়েছে নদীর তীর ঘেঁষে। নদীর উপর দিয়ে একটি ট্রেন এর প্ল্যাটফর্ম আছে। আপনি এখান থেকে নদী এবং বেসেল শহর এক সাথে দেখতে পারবেন। প্রতি দিন এখানে অনেক মানুষ তাদের সুন্দর সময় কাঁটাতে আসে।
২। পুরাতন শহরঃ পুরো বেসেল জুড়ে নানা ধরনের সুন্দর এবং প্রাচীন জায়গা নিয়ে গড়ে উঠেছে। মনে হবে আমি যেন আগের জুগে চলে গেছি। এই পুরনো শহরে গেলে আপনি নানা ধরনের ঐতিহ্যবাহী নিদর্শন দেখতে পাবেন। এই জায়গা টি এতো সুন্দর হওয়ার আরেকটি কারন হলো। এই পুরাতন শহর টির মধ্যে অনেক সরু গলি দেখতে পাবেন। আপনি যখন এই সরু গলি দিয়ে হাঁটবেন আপনার মনে হবে আপনি সুইস সংস্কৃতি অনুভব করছেন। এখানে আছে জনপ্রিয় টাউন হল এবং এর সাথে আছে মার্কেট প্লেস। আপনি আরো জানতে চাইলে এই জায়গা গুলো ঘুরে দেখতে পারেন।
৩। আর্ট মিউজিয়াম বেসেলঃ ইউরোপের সবচাইতে বড় এবং সেরা আর্ট গ্যালারি বেসেলে অবস্থিত। এখানে আপনি অনেক আধুনিক এবং দামি আর্ট গুলো দেখতে পারবেন। এর বেশীরভাগ আর্ট সংগ্রহ করা হয়েছে রেনেসাঁ থেকে। এর সাথে আপনি ঘুরে দেখতে পারেন ফাউন্ডেশন বাইয়েলার। এখানে সকল বিখ্যাত শিল্পীদের চিত্রকর্ম এবং ভাস্কর্য দেখতে পাবেন।
৪। রাইন নদীঃ আমরা অনেকেই এই রাইন নদী সম্পর্কে জানি। এই নদীটি সবার কাছে অনেক জনপ্রিয়। আপনার বিনোদনের জন্য আপনি নদীর পারে হাঁটাহাঁটি, সাঁতার, নৌকাভ্রমণ এমন অনেক বিনোদন নিতে পারবেন। এই রাইন নদী সম্পর্কে বিস্তারিত পোস্ট করা হবে। এখান থেকে আপনারা অনেক জানা অজানা তথ্য জানতে পারবেন।
৫। বেসেল চিড়িয়াখানাঃ সুইজারল্যান্ড এর সবচাইতে বড় এবং পুরাতন চিড়িয়াখানা বেসেল চিড়িয়াখানা। এখানে আপনি নানা ধরনের জীব দেখতে পারবেন। আপনি চাইলে আপনার পরিবার নিয়ে এখানে যেতে পারেন। এই চিড়িয়াখানা আপনার পরিবারের জন্য একটি আদর্শ ভ্রমণ জায়গা হবে।
যদি আপনি আপনার অবসর সময় কাটানোর জন্য সুন্দর জায়গা খুজে থাকেন। তাহলে বেসেল আপনার জন্য সবচাইতে ভালো হতে পারে। এখানে আপনি ভ্রমণ করার সাথে সাথে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন বেসেল সম্পর্কে। প্রতি বছর অসংখ্য পর্যটক আসে বেসেল কে দেখতে, এখান কার সৌন্দর্য সাথে প্রাচীন শহর গুলো পর্যবেক্ষণ করতে। আপনি চাইলে এখানে হানিমুন এর জন্য আসতে পারেন। হানিমুন এর জন্য সুন্দর একটি জায়গা বেসেল। তো চলুন জেনে নেই এখানে কোন ধরনের থাকার হোটেল এবং খাবার সমুহ পাওয়া যায়।
বেসেলে আপনি নানা ধরনের থাকার ব্যবস্থা পাবেন। আপনার বাজেট অনুযায়ী অনেক ধরনের রুম এবং এপার্টমেন্ট পাবেন। এর মধ্যে আছেঃ
১। ভিআইপি এবং লাক্সারি হোটেলঃ Grand Hotel Les Trois Rois এই হোটেল টি বিশ্বের মধ্যে সবচাইতে প্রাচীন হোটেল। এখানে আপনি সবচাইতে ভালো সুযোগ সুবিধা পাবেন। থাকার জন্য বিলাসবহুল রুম, উন্নত মানের দেশি বিদেশি খাবার এবং বিনোদনের সকল কিছু। এই ধরনের আরো একটি হোটেল আছে Hotel Basel।
২। মধ্যম বাজেটের হোটেলঃ আপনি যদি কম বাজেটের হোটেলে থাকতে চান। তাহলে এই হোটেল গুলো আপনার জন্য ভালো হবে। ibis Styles Basel City এবং Hotel Spalentor এই সব হোটেলে সবচাইতে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়।
বেসেলে আপনি নানা ধরনের খাবার হোটেল পাবেন। এখানে আপনি দেশি বিদেশি সকল খাবার পাবেন। কোন জায়গায় কি ধরনের খাবার পাবেন তা নিচে দেওয়া হলোঃ
১। Walliser Kanne এবং Cheval Blanc এই দুইটি হলো সবচাইতে ভালো এবং জনপ্রিয় রেস্তোরাঁ। আপনি যদি ভালো কোন রেস্তোরাঁ খুজে থাকেন বেসেলে। এর চাইতে ভালো কোন রেস্তোরাঁ পাবেন না।
২। Indian Tandoori Palace এবং La Cocina এখানে আপনি আন্তর্জাতিক খবার খেতে পারবেন। এই দুই রেস্টুরেন্ট এর মধ্যে ভারতীয়, মেক্সিকান এবং দেশি বিদেশি সকল খাবার খেতে পারবেন।
বেসেলে ভ্রমণ করার কিছু উপদেশঃ
আপনি বেসেলে গেলে প্রথমে পাবলিক ট্রান্সপোর্ট থেকে বেসেল কার্ড নিতে পারেন। এই কার্ড টি নিলে আপনি বেসেল এর মধ্যে অনেক জায়গায় ফ্রী পাবলিক ট্রান্সপোর্ট নিতে পারবেন। এর সাথে অনেক জায়গায় ডিসকাউন্ট নিতে পারবেন।
বেসেলে ভ্রমণ করার জন্য গ্রীষ্ম কাল টাই ভালো। এই সময়ে গেলে আপনি রাইন নদীতে সাঁতার এবং নৌকা ভ্রমণ করতে পারবেন।
আপনি যদি বেসেল থেকে কোন সামগ্রী কিনতে চান তাহলে Old Town ঘুরে দেখুন।
আপনি যদি ভ্রমণ করতে ভালবাসেন তাহলে অবশ্যই বেসেল ঘুরে আসবেন। বেসেল সম্পর্কে আরো কিছু জানতে চাইলে আপনার মতামত কমেন্ট করে বলেদিন। এর পরে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা জানাবেন।