পৃথিবীর সব উচু বিল্ডিং এর মধ্যে লোটে ওয়ার্ল্ড টাওয়ার এই ভবন টির স্থান ষষ্ঠ নাম্বারে। ভবনটি দক্ষিন- কোরিয়াতে অবস্থিত ১২৩ তলা ভবন যা দক্ষিন করিয়ার সর্ব প্রথম এবং সর্বচ্চ উচু বিল্ডিং। বিল্ডিং টির নাম করনের নানা পার্থক্য আছে, লোটে শব্দ টি দক্ষিন করিয়ার একটি বৃহৎ কোম্পানির নামানুসারে রাখা হয়েছে। যা দক্ষিন করিয়ার ইনচইয়ন এলেভেন কোম্পানি লিমিটেড-লোটে কর্পোরেশন নামে পরিচিত। লোটে ওয়ার্ল্ড টাওয়ার টির সম্পূর্ণ কাজ এবং ব্যায় যেহেতু ইনচইয়ন এলেভেন কোম্পানি লিমিটেড করেছে। তাই বিল্ডিং টির নাম লোটে ওয়ার্ল্ড টাওয়ার দেওয়া হয়। এই ভবন টির সাধারণ নাম যেমনঃ লোটে ওয়ার্ল্ড টাওয়ার, লোটে ওয়ার্ল্ড প্রিমিয়াম টাওয়ার এবং প্রচলিত নাম হলো ( লোটে যামসিল সুপার টাওয়ার ) বিল্ডিং টি তিরি করতে খরচ হয়েছে ১.২ বিলিয়ন মার্কিন ডলার ১২০০ মিলিয়ন মার্কিন ডলার।
লোটে ওয়ার্ল্ড টাওয়ার টি দক্ষিন করিয়ার সিওলের সিনচেওন ডং, সোংপা-গুতে অবস্থিত, ১২৩ তলা একটি বিল্ডিং উচ্চতায় ৫৫৫ মিটার যা ১৮২১ ফুট সুপারটাল একটি বিল্ডিং। দক্ষিন করিয়ার ও ই ছি ডি দেশ গুলোর মধ্যে সবচেয়ে উচু বিল্ডিং এবং দক্ষিন করিয়ার প্রথম ১২৩ তলা বিল্ডিং। ২০১৬ সালে লোটে ওয়ার্ল্ড টাওয়ার টির সম্পূর্ণ কাজ শেষ হওয়ার কিছু দিন পর জনসাধারণ এর জন্য খুলে দেওয়া হয়। ২০১৬ সালে গণনা অনুযায়ী লোটে ওয়ার্ল্ড টাওয়ার টি বিশ্বের চতুর্থ তম বিল্ডিং ছিলো। যা কাল এবং সময়ের সাথে ২০২৪ সালে বিল্ডিং টি বিশ্বের ষষ্ঠ তম বিল্ডিং হিসেবে স্বীকৃতি পেয়েছে।
লোটে ওয়ার্ল্ড টাওয়ার সম্পর্কে কিছু তথ্যঃ
বিল্ডিং টির টানা ১৩ বছর এর পরিকল্পনা এবং বিল্ডিং তৈরির প্রস্তুতির পর বিল্ডিং টি ২০১০ সালে সরকার এর কাছে থেকে অনুমতি পূর্বক নির্মাণ কাজ শুরু করার চূড়ান্ত অনুমোদন পায়। ২০১৮ সালে নতুন বছরে পিয়ং চাং অলিম্পিক এর উৎযাপন এর সাথে লোটে ওয়ার্ল্ড টাওয়ার টির ৭ মিনিট এর একটি এল ই ডি লেজার শো এবং আতশবাজি দিয়ে পরপর অনেক ভাবেই বিল্ডিং টির উদ্ভদন করা হয়েছে। লোটে ওয়ার্ল্ড টাওয়ার আমাদের এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় সর্বচ্চ উচু বিল্ডিং।
লোটে ওয়ার্ল্ড টাওয়ার একটি মিশ্রিত ব্যবহারি ভবন যেখানে আপনি পাবেন সব ধরনের সুযোগ সুবিধা। এই একই বিল্ডিং এ পাবেন বিশাল শপিং মল, অফিস এর জায়গা, আপনি সব ধরনের খাবার খাওয়ার জন্য পাবেন স্পেশাল রেস্তোরাঁ, আরো পাবেন হেলথ স্পা এ ছাড়াও বিনোদন এর জন্য পাবেন নানা ধরনের সুযোগ সুবিধা। যদিও বিল্ডিং টি দক্ষিন করিয়া এবং বিশ্বে জুড়ে উচ্চতার জন্য পরিচিত। পর্যটক দের জন্য খুব সুন্দর একটি বিল্ডিং, আপনি এই বিল্ডিং থেকে নানা ধরনের রোমাঞ্চ কর প্রকৃতি দেখতে পাবেন। বিল্ডিং টি দক্ষিন করিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত যার জন্য বিল্ডিং টির সাদ থেকে পুরো সহর খুব ভালো ভাবে দেখাতে পারবেন তার সাথে সুমুদ্র, আপনি সবচেয়ে সুন্দর রোমাঞ্চকর ভিউ পাবেন রাতে। যা আপনার জিবনে স্বরণীয় হয়ে থাকবে। বিল্ডিং টিতে আপনি আরো অনেক কিছু পাবেন ফ্রেন্ডস কেফে, এবং সব চেয়ে ভালো ও আধুনিক কেফে পাবেন।
১ নং প্রশ্নঃ lotte world tower কি ধরনের বিল্ডিং ?
২ নং প্রশ্নঃ লোটে ওয়ার্ল্ড টাওয়ার কোথায় অবস্থিত ?
৩ নং প্রশ্নঃ লোটে ওয়ার্ল্ড টাওয়ার এর উচ্চতা কত ?
৪ নং প্রশ্নঃ লোটে ওয়ার্ল্ড টাওয়ার তৈরি করতে কতো খরচ হয়েছে ?
১। Lotte world tower এই বিল্ডিং টি বহুমুখি বা মাল্টিফাংকশনাল বিল্ডিং, এখানে একই বিল্ডিং এ আবাসিক এপার্টমেন্ট, বাজার, শপিং মিলি. অফিস, হোটেল এবং বিনোদনের জন্য নানা ব্যবস্থা।
২। লোটে ওয়ার্ল্ড টাওয়ার টি দক্ষিন করিয়ার সিওলের সিনচেওন ডং, সোংপা-গুতে অবস্থিত।
৩। লোটে ওয়ার্ল্ড টাওয়ার বিল্ডিং টির উচ্চতা ৫৫৫ মিটার যা ১৮২১ ফুট সুপারটাল একটি বিল্ডিং।
৪। লোটে ওয়ার্ল্ড টাওয়ার তৈরি করতে ১.২ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।
পৃথিবীতে এই রকম আরো অনেক উচু বিল্ডিং আছে। আমরা হয়তো জানিনা বা কখনো জানার চেষ্টা করি নি। তবে আমাদের থেকে এই রকম আরো অনেক জানা অজানা তথ্য পাওয়ার জন্য আমাদের পেজ টি প্রতিদিন ভিজিট করুন। Lotte world tower সম্পর্কে যে সকল তথ্য তুলে ধরা হয়েছে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।