তাজ মহল হলো একটি রাজকীয় সমাধি যা তৈরি করা হয়েছে ১৬৩১-১৬৫৩ সালের মধ্যে। যা এখন পুরো পৃথিবীর কাছে একটি পুরনো নিদর্শন। তাজ মহল এর আছে অনেক ইতিহাস যার কিছু কথা এখানে উল্লেখ করা হলো। তাজ মহল হলো সেই সময়ে তৈরি করা হয় যখন সারা ভারত বর্ষে মুঘলরা সম্রাজ্য গড়ে তুলে ছিলো। তাজ মহল নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রীর সৃতিচারণের জন্য এমন একটি নিদর্শন তৈরি করেন। সম্রাট শাহজাহান তার স্ত্রীর নাম ছিলো মমতাজ আর এই নামের সাথে মিল রেখে মহল টির নাম রাখেন তাজ মহল। এমন কি লোকো কথায় শোনা যায় সম্রাট শাহজাহান তার স্ত্রীর সাথে ভালোবাসার জন্য এবং তার স্ত্রীর জন্য উপহার স্বরূপ এই তাজ মহল নির্মাণ করে ছিলেন। সেই সময়ে তাজ মহল নির্মাণ করতে সম্রাট শাহজাহান ২০ হাজার শ্রমিক কে কাজে লাগিয়ে ছিলেন। ২০২৩ সালের হিসাব মতে ৭৭.৮ মিলিয়ন মার্কিন ডলার লেগেছে তাজ মহল নির্মাণ করতে যা ১৬৫৩ সালে হিসাব করলে ২ বিলিয়ন রুপি হবে।
পর্যটক কেন্দ্রঃ প্রতি বছর সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটক আসে তাজ মহল দেখতে। এটা পৃথিবীর মধ্যে এক আলাদা একটি স্থাপনা যা অন্য কোথাও নেই। তাজ মহল ভারতের উত্তরপ্রদেশ আগ্রায় অবস্থিত যেটাকে ভারতের সকল সুন্দর এবং সকল নিদর্শন এর মধ্যে প্রথম একটি সুন্দর স্থান। প্রতি এক বছরে প্রায় ৩০ লাখ লোকজন তাজ মহলে ঘুরতে যায়। তাজ মহলে দেখার মতো অনেক কিছু আছে আপনি ছবি বা ভিডিওতে যেমন দেখেন তার চাইতে বাস্তবে আরো অনেক সুন্দর। দেখতে পাবেন তাজ মহলের সামনের বড় একটি বাগান যা সেই সময়ের তৈরি এবং মহলের সুন্দর তম করে তুলতে মুঘল সম্রাটরা করে থাকতেন। আপনি কখন কখনো ঘুরতে গেলে দেখতে পাবেন বিশাল এক বাগান। আর তাজ মহল তৈরি করা হয়েছে ৬৭ বিঘা সীমানা নিয়ে বা ( ১৭ হেক্টর) মহল টির সামনে দিয়ে একটি বিশাল নদী বোয়ে গেছে যা দেখতে অনেক মনো মুগ্ধকর। তবে আমরা ছবিতে বা ভিডিওতে যেই ভাবে দেখে থাকি তা হলো তাজ মহলের পেছনের দৃশ্য, কারন সামনের ভাগ সুন্দর থাকলেও নদীর জন্য কোনো রাস্তা তৈরি করা হয়নি।
তাজ মহলের পিছনের ভাগ খুব সুন্দর কারন বিকেলের সূর্যের আলোতে তাজ মহলের রঙ দেখতে খুব ভালো লাগে। শুধু তাজ মহল না এই রকম আরো স্থাপনা আছে তাজ মহল এর আসেপাশে, এমন কি পুরো আগ্রায় অনেক মহল আছে যে সব দেখতে ঠিক তাজ মহলের মতো। এবং সব মহল এর মধ্যে সবচাইতে বড় এবং সুন্দর মহল যা তৈরি করেছেন সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজ মহল। তাজ মহল এর মধ্যে আপনি দেখতে পাবেন অনেক পুরনো নিদর্শন, এমন কি সম্রাট শাহজাহান এর চিত্র এবং মমতাজ এর চিত্র দেখতে পাবেন।
তাজ মহল এর মধ্যে দেখতে পাবেন মাজার কারণ সেই সময়ের সম্রাটরা মৃত্যুর পড়ের সমাধির জন্য জায়গা তৈরি করে রাখতো, যা এখন আপনি মাজার এর মতো দেখতে পাবেন। এমন কি আরো যেই সব মহল আগ্রায় আছে অই গুলো দেখলে বুঝতে পারবেন এমন কি মহল গুলোতে আপনি দেখতে পাবেন ১৬৫৩ সালের সেই সময় গুলোর সকল নিদর্শন।
আপনি যদি পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরতে যান তাহলে আপনার থাকার জন্য অনেক হোটেল বা আবাসিক পাবেন। কারন আপনি একদিনে তাজ মহল ঘুরে শেষ করতে পারবেন নাহ। এমন কি আপনার পুরো আগ্রা ঘুরতে গেলে আপনার ৫ দিনের মতো সময় লাগবে। তাজ মহল ঘুরতে গেলে তেমন খরচ হবে না। তবে সব সময় আপনি একি খরচে যেতে পারবেন নাহ কারন মে থেকে অক্টোবর পর্যন্ত পর্যটক দের ভিড় থাকার কারনে সব কিছুর দাম বেশি থাকে। তবে বাকি সব মাসে আপনি খুব কম খরচে ঘুরে আসতে পারবেন। আপনার খওয়ার জন্য অনেক ধরণের রেস্টুরেন্ট পাবেন।
এমন কি আপনি যদি আগ্রার কোনো কিছু চিনে না থাকেন আপনার জন্য থাকবে অনেক এমব্যাসি। যারা আপনাকে সব কিছু ঘুরে দেখাবে তবে আপনি বাংলাদেশি হলে আপনার জন্য চার্জ নিতে পারে ২০ হাজার এর মতো। আপনি যদি এখন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার চিন্তা করে থাকেন তাহলে তাজ মহল আপনার জন্য সুন্দর একটি জায়গা হতে পারে।