সোনাভা ফুশি হোটেল হলো পৃথিবীর মধ্যে একটি আলাদা সৌন্দর্যের হোটেল তবে আপনি এটাকে দ্বীপ, রিসোর্ট ও বলতে পারেন। কারন সোনাভা ফুশি সুমুদ্রের মাঝ বরাবর অবস্থিত আইসল্যান্ড। আপনার দেখা সব হোটেল এর থেকে হোটেল সোনাভা ফুশি সবচাইতে সুন্দর এবং মনোরম পরিবেশের তাই বিশ্বের সবচাইতে সুন্দর এবং বিলাসবহুল হোটেলের তালিকায় আছে। সোনাভা ফুশি হোটেল কুনফুনাধু দ্বীপ, আইধাফুশি, মালদ্বীপ এ অবস্থিত। মালদ্বীপ এ অনেক দ্বীপ আছে তার মধ্যে কুনফুনাধু দ্বীপ সবচাইতে বড় দ্বীপের মধ্যে একটি। আপনি যদি ভ্রমণ করার চিন্তা করে থাকেন বা কোথাও ভ্রমণ করতে চান তাহলে সোনাভা ফুশি হোটেলে যেতে পারেন। কারন আপনার জীবনের সকল ভালো সময় গুলোর মধ্যে সৃতি হয়ে থাকবে। আপনার জীবনে দেখা সব সুন্দর জায়গার থেকে সোনাভা ফুশি হোটেল সবচাইতে সুন্দর তম জায়গা হতে পারে। আপনার মন ভালো করা এবং প্রয়োজনীয় সকল কিছু সমারোহ আছে এই হোটেলে।
সোনাভা ফুশি হোটেল বা কুনফুনাধু দ্বীপ একটি প্রাকৃতিক সম্পদ, আপনার জীবনের সবচাইতে সুন্দর জায়গা হবে এই রিসোর্ট। এই দ্বীপে আপনার থাকার জন্য আবাসিক বা প্রাইভেট ভিলা আছে ৬৩ এর অ বেশি, যেখানে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এমন কি এই হোটেল বা আবাসিক ভিলা গুলো পর্যায় ক্রমে দ্বীপের চারিদিকে তৈরি করা হয়েছে। এমন কি কিছু কিছু ভিলা থেকে আপনি সকালের সূর্য ওঠা দেখতে পাবেন এবং কিছু কিছু ভিলা থেকে সূর্যাস্তের দেখা পাবেন এমন কি কিছু ভিলা থেকে আপনি সুমুদ্রের ডলফিন এর দেখা পাবেন। আর এই জন্য দ্বীপের সব দিকে একটি করে ভিলা তৈরি করেছে। আর এই সকল হোটেলের মধ্যে অনেক ধাপ আছে যেমন আপনি চাইলে দ্বীপের সবচাইতে বিলাসবহুল আবাসিক ভাড়া করতে পারেন। এমন কি আপনার চাহিদা মতে সকল প্রকারের রুম আছে। আপনি চাইলে কম টাকা দিয়েও কিছু কিছু রুম নিতে পারেন।
Soneva fushi হোটেলের বা আবাসিক এপার্টমেন্ট সব গুলো সুমুদ্রের পানির উপরে তৈরি করা হয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই সুমুদ্রের সকল বড় ভয়ানক ঢেউ থেকে অনেক দূরে রুম গুলো তৈরি করা। এবং সব গুলো রুম খুব সুন্দর এবং বিলাসবহুল। তবে আপনি পানির উপরের রুম গুলো নিতে না চাইলে আপনার জন্য আরো আছে দ্বীপের ভেতরের হোটেল বা রিসোর্ট সেখানে আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। সোনাভা ফুশি হোটেলের সব গুলো হোটেল আধুনিক এবং ৫ স্টার। কুনফুনাধু দ্বীপ বা সোনাভা ফুশি রিসোর্টে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে। এমন কি বেশির ভাগ মানুষ হানিমুনের জন্য আসে। আপনি যদি বিয়ের পর হানিমুনের জন্য সুন্দর পরিবেশের জায়গা খুজেন তাহলে এই দ্বীপ আপনার জন্য সবচাইতে ভালো হবে। আপনি চাইলে আপনার পরিবার বা হানিমুন বা বন্ধুদের নিয়ে এই দ্বীপে ঘুরতে আসতে পারেন।
এই সোনাভা ফুশি হোটেলে আপনি পাবেন সকল ধরনের সুবিধা, রুম গুলোতে পাবেন সব কিছুদামি জিনিশ। যেখানে থাকবে ফ্রিজ এসি, টিভি আরো নানা ধরনের জিনিশ। থাকার জন্য পাবেন দুইটি বেডরুম ডাইনিং এমন কি সবকিছু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। আপনি রুম থেকে আপনার চারপাশের সুমুদ্র দেখতে পাবেন। এমন কি যে ঘর গুলো সুমুদ্রের পানির ভেতরে তৈরি করেছে সেই ঘর গুলোর চারিদিকে আছে বড় বড় জানালা। সব দিক থেকে আপনি সুমুদ্র উপভোগ করতে পারবেন। আছে মজা করার জন্য বাড়ির উপর থেকে খেলা করার জন্য অনেক কিছু। আপনি চাইলে সুমুদ্রের ভেতর স্কিটিং করতে পারবেন। এমন কি আপনি চাইলে বোডে করে মাছ ধরতে জেতে পারবেন।
সোনাভা ফুশি হোটেলে আপনি পাবেন খওয়ার জন্য নানা ধরনের দেশি বিদেশি খাবার। তবে এই হোটেলে বেশির ভাগ খাবার সুমুদ্রের মাছ। এবং রান্না করার জন্য হোটেলে আছে দেশের বিখ্যাত সব সেফ। এবং আপনি দেখতে পাবেন বড় বিনোদন কেন্দ্র যেখানে আপনি সবার সাথে মজা এবং পার্টি করার সুযোগ পাবেন। এমন আরো মজা এবং বিনদনের জায়গা পাবেন আইসল্যান্ডে। এখানে আসার জন্য আপনাকে অবশ্যই ভ্রমণ অনুমতি লাগবে। আবার মালদ্বীপে আসার পর আপনাকে জেতে হবে প্লেন দিয়ে সোনাভা ফুশি হোটেলে।
এমন আরো সুন্দর এবং মনোরম পরিবেশের হোটেল রিসোর্ট সিম্পরকে জানতে অন্য অন্য পোস্ট খেয়াল করুন।