আমরা হয়তো এত দিনে অনেক বিল্ডিং সম্পর্কে জেনে এসেছি। তবে আজকে আমরা এক অন্য রকম একটি বিল্ডিং সম্পর্কে জানবো। যেখানে আমরা আলোচনা করবো বর্তমান পৃথিবীর এবং এখন কার যে আধুনিক অবস্থা নিয়ে এই বিল্ডিং টি কতো টুকু তৈরি হয়েছে। বিল্ডিং টির নাম ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার যা হংকং এর ওয়েস্ট কউলুন একটি বাণিজ্যিক এলাকাতে তৈরি করা হয়েছে। বিল্ডিং টির নিরমান কাজ শুরু করা হয়েছিলো ২০০২ সালে এবং এর কাজ শেষ করা হয় ২০১০ সালে। এমন কি ২০১০ সালে বিল্ডিং টি জনসাধারণ এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ২০১৩ সালের হিসাব মতে এই বিল্ডিং টি হংকং এর সব চাইতে উচু বিল্ডিং এবং সেই সময় যেহেতু বিশ্বে উচু বিল্ডিং খুব কম ছিলো সেই অনুসারে বিশ্বের মধ্যে ৭ম তম বিল্ডিং হিসেবে ধরা হতো। বিল্ডিং টিতে মোট ১১৮ টি তলা করা হয়েছে। ২০১৩ সালের হিসাব মতে বা মেঝে হিসাব মতে তখন এই বিল্ডিং টি বিশ্বের তৃতীয় উচু বিল্ডিং। তবে বর্তমানে ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার বিল্ডিং বিশ্বের মধ্যে ১৩ তম সর্বচ্চ উচু বিল্ডিং। এখন ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার বিল্ডিং সম্পর্কে অন্য অন্য বিষয় গুলো জেনে নেওয়া যাক।
ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার বিল্ডিং টিতে তৈরি করা হয়েছে অনেক কিছু যার কারনে শহর টিকে তৈরি করেছে একটি মডেল শহর হিসেবে। বিল্ডিং টিতে তৈরি করা হয়েছে ১১৮ টি তলা যার মধ্যে ৪ টি তলা তৈরি করা হয়েছে মাটির নিচে। বিল্ডিং টির মোট উচ্চতা হিসাব করলে ৪৮৪ মিটার বা ১৫৮৭ ফুট উচু। বিল্ডিং টিতে তৈরি করা হয়েছে সব আধুনিক প্রযুক্তি দ্বারা যেখানে এই বিল্ডিং এ ৩০ টি দ্রুতগামী লিফট এর ব্যবস্থা করা হয়েছে এবং ১৪ টি শাটল ভি আই পি লিফট এর ব্যবস্থাও আছে। বিল্ডিং টিতে পর্যটক দের জন্য আছে পর্যটন ডেক। যেখান থেকে আপনি দেখতে পাবেন পুরো হংকং শহর এমন কি আপনি একটি সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন। পর্যটন ডেক থেকে আপনি সুমুদ্রের একটি সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন।
ইন্টারন্যাশনাল কমার্স সেন্টারঃ আপনি যদি কখনো হংকং ঘুরতে যান আপনি ঘুরে বেড়ানোর অনেক সুন্দর জায়গা পাবেন। সেখানে আপনি যদি খুব বিলাসবহুল ভাবে সময় পার করতে চান তাহলে ইন্টারন্যাশনাল কমার্স বিল্ডিং সবচাইতে দামি এবং ৫ স্টার মানের এপার্টমেন্ট সহ সব কিছু পাবেন আধুনিক। বিল্ডিং টিতে যে পর্যবেক্ষণ ডেক আছে তা বিশ্বের মধ্যে ১৪ তম বড় এবং সবচাইতে সুন্দর পর্যবেক্ষণ ডেক। এই বিল্ডিং এর মধ্যে ব্যবহার করা হয়েছে সবচাইতে উঁচুতে ওঠা লিফট এবং ১০১ তলাতে রয়েছে ৪ টি রেস্তোরাঁ। বিল্ডিং টিতে আছে শপিং মল, অফিস, আবাসিক এপার্টমেন্ট, হোটেল আরো অনেক কিছু। আপনি বিল্ডিং টির মধ্যে অনেক কিছু খুজে পাবেন এবং এখানে সারা বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এবং সবচাইতে ভালো খাবার এর জন অনেক সুনাম রিয়েছে।
অফিস এর জন্য বিল্ডিং টিকে অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে। অফিস স্পেছ এর জন্য বিশাল একটি জায়গা আছে সেখানে আপনি দেখতে পাবেন অফিস এর সব কিছু খুব আধুনিক। কর্মচারীদের জন্য আছে সুন্দর অফিস এবং যারা কর্মকর্তা তাদের জন্য আছে কনফারেঞ্চে হল। যেখানে এক সাথে অনেক গুলো মানুষ মিটিং করতে পারে।
আবাসিক এপার্টমেন্ট এ আছে ৩২০ টির অ বেশি কক্ষ যেখানে তৈরি করা হয়েছে নানা ধরনের রুম, আপনার প্রয়োজনে যেমন কক্ষ দরকার হয় সেই রকম কক্ষ আছে। এর মধ্যে ৫০ টির ও বেশি ভি আই পি বিলাসবহুল এপার্টমেন্ট আছে। আপনি যদি হানিমুন করতে হংকং এ যান তাহলে রুম গুলো আপনার জন্য খুব ভালো হতে পারে।
এখানে পাবেন আপনি দেশের সবচাইতে দামি রেস্তোরাঁ গুলো যেখানে আপনি সকল ধরনের বিদেশি খাবার সহ পাবেন নানা ধরনের বিনোদনের সুযোগ।
এই বিল্ডিং এর মধ্যে আছে শপিং মল যেখানে আপনি সব কিছু কেনা কাটা করতে পারবেন। আর ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার বিল্ডিং টিতে সারা বছর ভিড় থাকবেই, কারন হংকং একটি পর্যটক এলাকা এর জন্য প্রতি বছর এমন কি সারা বছর মানুষের আনাগোনা রয়ে যায়।
ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার বিল্ডিং টির ১০১ তলার উপরে আছে শহরের সবচাইতে বড় বার যেখানে আপনি নানা ধরণের মজা এবং বিনোদন এর ব্যবস্থা আছে।
এমন সকল ধরণের উচু বিল্ডিং এবং হোটেল সম্পর্কে জানতে চাইলে অন্য পোস্ট গুলো পড়ুন।