আমরা পৃথিবীতে নানা ধরণের জনপ্রিয় জায়গা বা ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে কম বেশি সবাই অবগত আছি। তবে এই বিশ্বে এখনো অনেক কিছু আছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি আজকে যে বিষয় সম্পর্কে জানবো তা অনেকের অজানা থাকতে পারে। পোতালা প্রাসাদ যা এই বিশ্বের এক অন্য রকম ইতিহাস। যেখানে আমরা আলোচনা করবো এই প্রাসাদ কিভাবে তৈরি হলো এবং এর ইতিহাস। এখন পর্যন্ত এই প্রাসাদ কি ভাবে টিকে আছে এমন কি এটা কি জন্য এতো জনপ্রিয়।
পোতালা প্রাসাদ হলো চীনের তিব্বত এর স্বায়ত্তশাসিত এলাকার রাজধানী লাসায় অবস্থিত একটি প্রাচিন জং দুর্গ। এই প্রাসাদ টি নির্মাণ করা হয়েছে ১৬শো দশকের আগের তৈরি ক্রিত, এর ইতিহাস অনেক পুড়নো হওয়ার কারণে সঠিক ভাবে কেও নির্মাণের সত্য ইতিহাস জানতে পারেনি। তবে অনেকেই এই প্রাসাদ সম্পর্কে গবেষণা করার পরে ধারনা করা হয়েছে ১৬৪৫ সালের পরে এই প্রাসাদ এর নির্মাণ কাজ করা হয়েছে। তবে এই প্রাসাদ এর ইতিহাসে তিব্বতে যুগে যুগে যতো গুলো শাসক রাজ করেছে তাদের প্রত্যেকের এক ধরণের সময় কাল ছিলো। যেমন ১৬৪৯ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত দালাই লামাদের শীতকালীন সময়ের প্রাসাদ ছিলো। এই ভাবে প্রতিটি সময়ে বা কালে নানা ধরণের জাতী বা জনগোষ্ঠী বসবাস করতো এই পোতালা প্রাসাদে।
এই প্রাসাদ এর নাম করণ করা হয়েছে মাউন্ট পোতালাকা। দালাই লামা হলো রাজা দের পরিচিতি প্রতি টি রাজা দের পর্যায়ক্রমে খ্যাতি বা নাম রাখা হতো, যেমন এই পোতালা প্রাসাদ টি নির্মাণ করেছেন ৫ম দালাই লামা। ঠিক এমনি ভাবে এর আগের রাজা গুলোকে চতুর্থ দালাই লামা বা প্রথম দালাই লামা এই ভাবে তাদের নাম করন করা হয়ে ছিলো। তবে এই ভাবে সব গুলো দেশে বা রাজ্যে একের পর এক রাজা আসতো তেমন ভাবে পর্যায়ক্রমে তাদের ডাকা হতো। লাসা শহর টি অনেক পুড়নো একটি জায়গা , আর এই শহর তৈরি করা হয়েছে ৬৩৭ সালে এই সময় কালে একটি প্রাসাদ নির্মাণ করা হয়েছিলো যা এখন পোতালা প্রাসাদ এর চাইতে অনেক ছোট। আর এই লাসা শহর হলো সরকারের একটি বিশাল মাঠ বা খুব সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে ধরে নিয়েছে।
পোতালা প্রাসাদ টি পূর্ব পশ্চিমে ৪০০ মিটার লম্বা বা ১৩০০ ফুট এবং উত্তর দক্ষিণে ৩৫০ মিটার ১১৫০ ফুট বড় করে নির্মাণ করা হয়েছে এই প্রাসাদ টি। আপনি দেখলে অবাক হবেন যে পুরো প্রাসাদ টি নির্মাণ করা হয়েছে পাহাড়ের উপরে যা দেখতে অনেক সুন্দর। প্রাসাদ টিকে অনেক শক্ত করে নির্মাণ করা হয়েছে, যা এমন ভাবে তৈরি ছোট বা অল্প ভূমিকম্পে ক্ষতি হবে না। বা বড় কোন ভূমিকম্পে তেমন কোন বড় ক্ষতির আশংকা থাকবে না। আর ভূমিকম্পে কোন ক্ষতি হবে কিনা এই বিষয় এর উপরে খেয়াল করে যখন পোতালা প্রাসাদ টি নির্মাণ করা হয় তখন ভিত্তি গুলোতে তামা ঢেলে দেওয়া হয়। তবে প্রাসাদ টিতে আছে নানা ধরণের নিদর্শন বা দেখার মতো অনেক কিছু। পোতালা প্রাসাদ টিতে তৈরি করা হয়েছে ১০০০ টির অ বেশি কক্ষ যেখানে এক সাথে প্রায় কয়েক হাজার লোকজন থাকতে পারবে। এবং প্রাসাদ এর মধ্যে তৈরি করা হয়েছে সেই সময় কালে ১০,০০০ হাজার মন্দির। এবং আপনি এই প্রাসাদ এর উপর থেকে বা শহর থেকে দেখতে পাবেন তিব্বত এর মুল তিন টি পাহার এবং প্রাসাদ টি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সব গুলো পাহার প্রাসাদ এর সামনে থাকে। আপনি যদি কখনো প্রাসাদ টি দেখতে যান বা ঘুরতে যান তাহলে আপনি দেখতে পাবেন নানা ধরনের সুন্দর পাহার গুলো আপনি প্রাসাদ থেকেই খুব ভালো ভাবে এবং খুব কাছে থেকেই দেখতে পাবেন।
পোতালা প্রাসাদ টি হলো পৃথিবীর মধ্যে একটি সুন্দর এবং মনোরম পরিবেশের জায়গা যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আশে। এমন কি আপনি চাইলে বছরের যে কোনো সময় ঘুরে আসতে পারবেন। আপনি চাইলে হানিমুনের জন্য ঘুরতে যেতে পারেন এই সুন্দর পোতালা প্রাসাদে। এখানে আপনি যদি থাকতে চান তাহলে আপনার জন্য থাকবে অনেক সুন্দর হোটেল ব্যবস্থা, যেখানে আপনি পাবেন বিলাসবহুল হোটেল, আবাসিক, রেস্টুরেন্ট আপনার প্রয়োজনীয় সব কিছু।