পৃথিবীতে অনেক ভবন আছে কিন্তু সব গুলো জনপ্রিয় না বা সকল ধরনের মানুষ সেখানে যাতায়াত করতে পারে না। খুব কম সংখ্যক বিল্ডিং আছে যে গুলো মানুষের কাছে পছন্দনীয় এবং বিল্ডিং টি বহুল ব্যবহৃত বা সকল প্রকার এর মানুষের জন্য উন্মুক্ত। ঠিক তেমনি একটি বিল্ডিং তৈরি করা হয়েছে লন্ডনে যা দ্য শার্ড নামে পরিচিত। যে বিল্ডিং টি লন্ডনে অনেক জনপ্রিয় একটি বিল্ডিং।
দ্য শার্ড বিল্ডিং টির নাম করনের পূর্বে বিল্ডিং টির নাম ছিলো শার্ড লন্ডন ব্রিজ। বিল্ডিং টির তৈরি করার সময় এর ডিজাইন করা হয়েছে পিরামিড এর আকৃতি করে যার কারনে বিল্ডিং টি দেখতে খুব সুন্দর এবং এরকম আশ্চর্যজনক ডিজাইন এর জন্য বিল্ডিং টি বহুল জনপ্রিয় হয়ে ওঠে। ভবন টির নির্মাণ কাজ শুরু করা হয় ২০০৯ সালে এবং বিল্ডিং এর কাজ এক টানা হওয়ার কারনে খুব অল্প সময়ে এর কাজ শেষ হয়ে যায়। ২০১২ সালে পরিপূর্ণ ভাবে বিল্ডিং টির নির্মাণ কাজ শেষ হয়। তবে শেষ বছরে জনসাধারণ এর জন্য বিল্ডিং টি খুলে দেওয়া হয়নি ২০১৩ সালে তা সবার জন্য খুলে দেওয়া হয়। বিল্ডিং টিতে আছে নানা ধরনের সমারোহ যেখানে সবচাইতে সুন্দর তম জায়গা হলো দ্য ভিউ ফ্রম শার্ড যেটা হলো পর্যবেক্ষণ ডেক যেখান থেকে আপনি দেখতে পাবেন সারা শহর। বিল্ডিং টি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাঁচ দিয়ে। বিল্ডিং টির সর্ব মোট তলা আছে ৯৫ টি জার মধ্যে ৭২ টি তলায় থাকা যাবে বা সেখানে সব ধরনের ব্যবস্থা আছে। আর ৭২ তলার উপরের সব তলা ব্যবহার করা হয়ে থাকে পর্যটক দের জন্য যেখানে আপনি দেখতে পাবেন সম্পূর্ণ বিল্ডিং কাঁচ দিয়ে তৈরি এবং এবন কিছু ফ্লোর আছে যেখানে চারিদিকে কোন কাঁচ বা জানালা ব্যবহার করা হয় নি। বিল্ডিং টিকে পুরোপুরি ভাবে পর্যটন কেন্দ্র হিসেবে বানানো হয়েছে। যেখানে আপনি সব ধরনের বিনোদনের ছোঁয়া পাবেন।
দ্য শার্ড বিল্ডিং এর ভেতরে অনেক ধরনের সমারোহ আছে যেখানে অফিস, হোটেল, রেস্তোরাঁ, বার, ব্যবস্থাপনা কেন্দ্র, দর্শনীয় স্থান, কনফারেন্স হল আরো অনেক কিছু।
অফিসঃ দ্য শার্ড বিল্ডিং বিল্ডিং টিতে অনেক ধরনের কোম্পানির অফিস আছে, যেখানে জায়গার পরিমাণ অনেক থাকায় পুরো কোম্পানির কাজ খুব সহজেই করতে পারবে। যেখানে কর্মচারী এবং কর্মকর্তা দের জন্য থাকবে সুন্দর স্পেস এবং কনফারেন্স হল থাকায় মিটিং করার কোন সমস্যা থাকে না। অফিস এর ডিজাইন এবং সকল ধরনের আসবাপত্র সব আধুনিক আর অফিস যা কিছু ব্যবহার করা হয়েছে সব ডিজিটাল ভাবে।
হোটেল বা আবাসিকঃ দ্য শার্ড বিল্ডিং এর মধ্যে অনেক গুলো আবাসিক রুম রয়েছে। বিল্ডিং টিতে মোট ১০ টি আবাসিক এপার্টমেন্ট আছে যা তৈরি করা হয়েছে খুব আধুনিক ভাবে। এপার্টমেন্ট গুলি তৈরি করা হয়েছে ৫৩ তলা থেকে ৬৫ তলা পর্যন্ত। যার মধ্যে ৬০ টির ও বেশি রুম পাবেন সেগুলো রুম হবে ৩ টি থেকে ৫ টি বেডরুম বিশিষ্ট যেখানে আপনি আপনার পরিবার নিয়ে খুব অনায়াসে থাকতে পারবেন। এপার্টমেন্ট এর রুম গুলো বড় করার কারনে বিল্ডিং টিতে রুম এর সংখ্যা কম। তবে প্রতিটা রুম তৈরি করা হয়েছে আধুনিক এবং বিলাসবহুল ভাবে যেখানে আপনি রাজকীয় ভাবে থাকতে পারবেন। আপনার চাহিদা মতো আপনি রুম গুলো নিতে পারবেন তবে বিল্ডিং টি শহরের প্রাণ কেন্দ্র হওয়ার কারনে সব সময় রুম পাওয়া জায় না। এই সব রুম থেকে আপনি লন্ডন এর সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন, রুম থেকে পুরো শহর খুব ভালো করে দেখা যায়। আপনি যদি হানিমুন এর জন্য যেয়ে থাকেন তাহলে দ্য শার্ড বিল্ডিং আপনার জন্য হবে সুন্দর একটি জায়গা।
রেস্তোরাঁঃ দ্য শার্ড বিল্ডিং বিল্ডিং এর মধ্যে আছে নানা ধরনের আধুনিক এবং জনপ্রিয় রেস্তোরাঁ যেখানে আপনি নানা ধরনের খাবার পাবেন। আপনি চাইলে দেশি এবং বিদেশি সকল ধরনের খাবার খেতে পারবেন।
বারঃ বিল্ডিং টিতে ব্যবস্থসা করা হয়েছে সুন্দর তম বার যেখানে আপনি পানিও খেতে পারবেন। এবং আপনি চাইলে পার্টির আয়োজন করতে পারেন।
কনফারেন্স হলঃ দ্য শার্ড বিল্ডিং এর মধ্যে আছে বিশাল কনফারেন্স হল যেখানে আপনি নানা ধরনের অনুষ্ঠান করতে পারবেন। আপনি চাইলে বিয়ের সকল আয়োজন সেখানে করতে পারবেন। এমন কি আপনার অফিস এর বড় মিটিং এর জন্য সবচাইতে ভালো জায়গা হতে পারে।