আপনি হয়তো মনে করতে পারেন এই সব উচু বিল্ডিং গুলো কেনো তৈরি করা হয় বা কি উপকার। একটি বিল্ডিং একটি দেশের নাম এবং বিশ্বের কাছে এক উন্নত দেশ হিসেবে পরিচিত বহন থেকে সেই দেশের আর্থিক দিকে অনেক এগিয়ে যায়। প্রতি বছর লক্ষ মানুষ শুধু ঘুরতে আসে আর সেখান থেকে অনেক বৈদেশিক মুদ্রা থেকে, পর্যটক দের কাছে এক অন্যতম দেশ হিসেবে পরিচিতি পায়। আপনারা যে বিল্ডিং টি দেখতে পাচ্ছেন এটা এক অন্য রকম বিল্ডিং। আমরা অনেকেই এই বিল্ডিং সম্পর্কে জেনে থাকলেও এমন অনেক অবাক করা তথ্য আছে যা আপনার জন্য নতুন কিছু হবে। তো চলুন জেনে নেওয়া যাক সেন্ট্রাল পার্ক টাওয়ার এক বিশাল উচু বিল্ডিং সম্পর্কে।
Central Park Tower বিল্ডিং টি নিউ ইয়র্ক এর এক অন্যতম সুন্দর বিল্ডিং। সেন্ট্রাল পার্ক টাওয়ার হলো এক ধরনের আবাসিক বহুল উচু আকাশ চুম্বী ভবন। বিল্ডিং টি নিউ ইয়র্ক এর ম্যানহাটন এ অবস্থিত। এই বিল্ডিং টি নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্রের এবং পশ্চিম গোলার্ধের মধ্যে ২য় তম উচু বিল্ডিং। এই ভবন বিশ্বের উচু বিল্ডিং গুলোর মধ্যে ১৫ তম বিল্ডিং। তবে এর অন্য একটি উপাধি আছে এই সেন্ট্রাল পার্ক টাওয়ার বিশ্বের মধ্যে সবচাইতে উচু প্রাথমিক আবাসিক ভবন যেখানে উন্নতমানের সবকিছু থেকে শুরু করে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। বিল্ডিং টির আরো একটি অবাক করা বিষয় আছে এশিয়ার বাহিরে সব চাইতে উচু বিল্ডিং হিসেবে ধারনা করা হয়ে থাকে এই সেন্ট্রাল পার্ক টাওয়ার কে।
সেন্ট্রাল পার্ক টাওয়ার বিল্ডিং টি নির্মাণের কাজ শুরু করা হয়েছিলো ২০১৪ সালে এবং প্রায় অনেক বছর কাজ করার পর ২০১৯ সালে এর নির্মাণ কাজ শেষ করা হয়। ২০১৯ সালেই বিল্ডিং টি জনসাধারণ এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বিল্ডিং টির উচ্চতা হিসাব করলে হবে ১৫৫০ ফুট বা ৪৭২ মিটার। সেন্ট্রাল পার্ক টাওয়ার এর মধ্যে সর্ব মোট ৯৮ টি তলা আছে। বিল্ডিং টি তৈরি করতে খরচ করা হয়েছে ৩ বিলিয়ন মার্কিন ডলার। এতো খরচ হওয়ার কারন হলো বিল্ডিং টি পুরো পুরি ভাবে একটি আবাসিক হোটেল, এবং এই বিল্ডিং টি একটি পর্যটন কেন্দ্র তাই বিল্ডিং টির মধ্যে এবং এর বিল্ডিং টি যে ভাবে সাজানো হয়েছে এবং ডিজাইন করার জন্য এতো খরচ হয়েছে। তা ছাড়াও বিল্ডিং টি ভেতরে যে সব জিনিস ব্যবহার করা হয়েছে সব গুলো বিলাসবহুল। সেন্ট্রাল পার্ক টাওয়ার বিল্ডিং এর মধ্যে মোট ১১ টি লিফট ব্যবহার করা হয়েছে এই সব গুলো লিফট দেশের মধ্যে সব চাইতে দ্রুতগামী লিফট। তবে আরো একটি তথ্য হলো বিল্ডিং টির বেশীরভাগ কাঠামো কাঁচ এবং লোহার ইস্পাত দিয়ে নির্মাণ করা। তবে বিল্ডিং টির সাধারণ ভাবে এর তলার সংখ্যা ৯৮ টি হলেও সর্বচ্চ উচু পর্যন্ত ১৩৬ টি তলা আছে।
সেন্ট্রাল পার্ক টাওয়ারে তৈরি করা হয়েছে বিলাসবহুল আবাসিক ইউনিট এবং বিল্ডিং এর নিচের তলা গুলোতে রয়েছে রিটেইল স্পেস। বিল্ডিং টির মধ্যে রয়েছে নানা ধরণের সুযোগ সুবিধা। আবাসিক, সুইমিং পুল, ফিটনেস সেন্টার, স্পা, প্রায়ভেট ডাইনিং এবং নানা ধরনের বিনোদনের ব্যবস্থা।
আবাসিক ইউনিটঃ আবাসিক ইউনিট গুলোর ভেতরে আপনি নানা ধরনের এপার্টমেন্ট পাবেন। আপনার চাহিদা মতো যে কোন ধরনের রুম নিতে পারবেন। ন্ট্রাল পার্ক টাওয়ার বিল্ডিং এর মধ্যে সর্বমোট ১৭৯ টি আবাসিক এপার্টমেন্ট আছে যেখানে অনেক গুলো রুম তৈরি করা হয়েছে। এর মধ্যে এক বেডরুম এর এপার্টমেন্ট আছে, দুই বেডরুম এর রুম আছে। তিন বা তার বেশি বা বড় জায়গার বা বিলাসবহুল এপার্টমেন্ট আছে যেগুলো খুব আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। এতি একটি ৫ তারকা বিল্ডিং এই জন্য সব কিছু খুব দামি আপনি যে ধরনের রুম দেখুন না কেনো সব গুলো আধুনিক ও উন্নত। এর মধ্যে অনেক গুলো সবচাইতে দামি বিলাসবহুল পেন্টহাউস রিয়েছে যেখান থেকে আপনি সারা শহর দেখতে পারবেন।
বিল্ডিং টির উপরি ভাগে তৈরি করা হয়েছে পর্যবেক্ষণ ডেক। যেখান থেকে আপনি বা যারা পর্যটক তারা সারা শহর দেখতে পারবে এবং ভালো একটি সময় কাটানোর জন্য পাবে নানা ধরনের বিনোদন।
সেন্ট্রাল পার্ক টাওয়ার এর মধ্যে আছে সুইমিং পুল আর নানা কিছু, এখানে পাবেন সবচাইতে উন্নতমানের রেস্তোরাঁ, এবং এখানে উন্নতমানের জীবন ধারার সাথে সব কিছু পরিচালনা করা হয়, ভালো পরিবেশনার সাথে পাবেন সুন্দর পরিবেশ।