Landmark 81 বিল্ডিং টি তৈরি করা হয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটিতে, হো চি মিন এর সবচাইতে উচু আকাশচুম্বী ভবন হিসেবে পরিচিত। প্রথম অবস্থায় Landmark 81 ভিয়েতনামের সব চাইতে নামকরা রিয়েল এস্টেট ভিনহোমস দ্বারা তৈরি কৃত একটি বৃহৎ ভবন। ল্যান্ডমার্ক ৮১ বিল্ডিং টি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ২য় সর্বচ্চ উচু বিল্ডিং হিসেবে পরিচিত। তবে Landmark 81 বিল্ডিং টি বিশ্বের সকল উচু বিল্ডিং এর তালিকায় ১৭ তম উচু বিল্ডিং। বিল্ডিং টির মোট তলা হলো ৮১ টি আর এই জন্য নামের পর তলার সংখ্যা যোগ করে ল্যান্ডমার্ক ৮১ করা হয়। ভবন টির উচ্চতা হলো ৪৬১.২ মিটার বা ১৫১৩ ফুট লম্বা ২০১৮ সালে ভিয়েতনামের সবচাইতে উচু বিল্ডিং হিসেবে Landmark ছিলো।
Landmark 81 বিল্ডিং টি বিন থান জেলার, সাইগন নদীর ধার ঘেঁষে হো চি মিন শহরের ঐতিহাসিক কেন্দ্র এর উত্তর দিকে অবস্থিত। বিল্ডিং টিকে ভিনহোমস সেন্ট্রাল পার্কের তৈরি করা হয়েছে , বিল্ডিং টি তৈরি করতে সর্ব মোট ১.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। Landmark 81 বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করা হয়েছে ২০১৫ সালে তবে ২০১৪ সালে Landmark 81 এর গ্রউন্ড এর কাজ শুরু করা হয়। ২০১৮ সালে বিল্ডিং টি উদ্বোধন করা হয়, খুব অল্প সময়ে বিল্ডিং টির কাজ শেষ করা হয়েছে। ল্যান্ডমার্ক ৮১ বিল্ডিং টিকে মিশ্র ভাবে ব্যবহার করা হয়ে থাকে। বিল্ডিং টির মধ্যে সকল ধরনের ব্যবস্থা আছে যেমন হোটেল, কনফারেন্স হল, বিলাসবহুল এপার্টমেন্ট, হাই এন্ড রিটেল স্পেস সহ আরো অনেক কিছু, উন্নতমানের রেস্তোরাঁ, বার এর সুবিধা, এবং আছে বিশাল পর্যবেক্ষণ ডেক।
পৃথিবীতে এখন পর্যন্ত অনেক উচু বিল্ডিং নির্মাণ করা হয়েছে, এর মধ্যে অনেক বিল্ডিং তার উচ্চতা নিয়ে পুরো বিশ্বের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে। উচু বিল্ডিং গুলো তৈরি করতে সেখানে প্রচুর টাকা খরচ করা হয় বা কিছু কিছু বিল্ডিং উচু হলেও এর খরচ অনেক টা কম হওয়ার কারণ সমূহ অনেক, যেমন বিল্ডিং টির ডিজাইন এবং বিল্ডিং টি কতোটা আধুনিক বা কোন রুপে সাজানো হয়েছে তার উপর বিল্ডিং টির খরচ নির্ভর করে। ল্যান্ডমার্ক ৮১ এই বিল্ডিং টি ঠিক এমনি বেশি উচু না হলেও বিল্ডিং টিকে রাজকীয় ভাবে সাজানো হয়েছে।
Landmark 81 বিল্ডিং এর কোন তলায় কি কি আছে জেনে নেওয়া যাক:
1. B2-B3 তে আছে গাড়ি পার্কিং করার জন্য অনেক বড় জায়গা।
2. B1-3 তে ভিনকম মল, সিনেমা হল, আইস রিঙ্ক আরো অনেক কিছু।
3. 4 নাম্বার তলাতে আছে বিশাল ক্লাবহাউস।
4. 5 তলাতে আছে আবাসিক লাউঞ্জ তবে তিন তলা থেকে পাঁচ তলা পর্যন্ত সপিং মল আরো অনেক কিছু তৈরি করা হয়েছে।
5. 6-20 এই তলা গুলোতে আছে আবাসিক এপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের আবাসিক জায়গা।
6. 21 তলাতে আছে বিল্ডিং এর যান্ত্রিক সকল ধরনের কন্ট্রোল রুম।
7. 22-41 আবার এই তলাগুলো আবাসিক এপার্টমেন্ট বিলাসবহুল রুম তৈরি করা হয়েছে।
8. 42-46 এই তলাতে আছে আবাসিক থেকে শুরু করে বড় স্কাইভিলা এবং কিছু অফিস টেল।
9. 46H তলাতে করা হয়েছে যান্ত্রিক কন্ট্রোল রুম, পাওয়ার পয়েন্ট।
10. 47-71 সব গুলো তলাতে আছে আবাসিক থেকে শুরু করে অটো গ্রাফ কালেকশন হোটেল।
11. 72-77 এই পাঁচ টি তলাতে আছে রেস্তোরাঁ বিশাল ক্লাব, ক্যাফে এবং সবার জন্য বার এর সুবিধা।
12. 78 তলাতে আছে যান্ত্রিক সকল কিছু।
13. 79-81 এই তিনটি তলাতে তৈরি করা হয়েছে স্কাইভিউ পর্যবেক্ষণ ডেক।
Landmark 81 বিল্ডিং টি খুব আধুনিক ভাবে তৈরি করা হয়েছে এবং এর ভিতরে সকল কিছু ব্যবহার করা হয়েছে খুব দামি। বিল্ডিং টি পাঁচ তারকা হওয়ায় এখানে শপিং মল থেকে শুরু করে সকল কিছু বিলাসবহুল এবং উন্নত। হোটেল গুলোতে আছে নানা ধরনের সুবিধা এবং সকল কিছু সাজানো হয়েছে রাজকীয় ভাবে, এবং এখানে আপনি পাবেন খুব ভালো সার্ভিস। বিল্ডিং টিতে আছে কন কনফারেন্স হল যেখানে আপনি নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন এবং এখানে আপনার অফিসের নানা ধরনের মিটিং করতে পারবেন। Landmark 81 বিল্ডিং টিতে আছে পাঁচ তারকা বিলাসবহুল এপার্টমেন্ট এই বিল্ডিং এর মধ্যে ২২৩ টি কক্ষ আছে এবং এর মধ্যে আপনি কিছু বিশাল এপার্টমেন্ট ও পাবেন। আপনার চাহিদা মতো যে কোন ধরনের রুম বা কক্ষ নিতে পারবেন। আপনি চাইলে অনলাইনে হোটেলে বুকিং দিতে পারেন। বিল্ডিং টিতে আছে বিশাল রেস্তোরাঁ যেখানে আপনি নানা ধরনের খাবার পাবেন, এখানে আপনি দেশি এবং বিদেশি সকল ধরনের খাবার দেশের অভিজ্ঞ সেফ দ্বারা তৈরি করা হয়। বিল্ডিং টির মধ্যে আছে বিশাল বার যেখানে আপনি দেখতে পাবেন নানা ধরনের বিনোদন কেন্দ্র, বিল্ডিং টির উপরের তিনটি তলা তৈরি করা হয়েছে পর্যবেক্ষণ ডেক যেখান থেকে হো চি মিন পুরো শহর দেখা যায়, প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে Landmark 81 বিল্ডিং এ থাকতে, এমন কি আপনি চাইলেই পর্যবেক্ষণ ডেক থেকে অনেক সুন্দর অনুভূতি নিতে পারবেন। এমন বিল্ডিং সম্পর্কে আরো অনেক তথ্য আছে, সকল কিছু সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করুন এবং আমাদের সকল পোষ্ট দেখে আপনার অভিজ্ঞতা তৈরি করুন।