১০০ লিডেনহল লন্ডনের বিস্ময়কর একটি আধুনিক ভবন। ভবন টি লন্ডনকে এক অন্য দিগন্তের চুড়ায় নিয়ে গেছে। আমাদের দেখা মতে অনেক আধুনিক এবং অনেক ডিজাইনের ভবন সম্পর্কে অবগত সবাই, কিন্তু ১০০ লিডেনহল ভবন টি সম্পূর্ণ আলাদা।ভবন টি লন্ডনের আকাশে এক নতুন আধুনিক যুগের ছোঁয়া। এই ভবনের মাধ্যমে লন্ডনের মানুষের কাছে এক নতুন যুগের সূচনা করেছে।১০০ লিডেনহল লন্ডনের প্রাণ কেন্দ্রে তৈরি করা হয়েছে। শহরের প্রধান ব্যবসাইক এলাকাতে বিল্ডিং টিকে তৈরি করা হয়েছে সেই জায়গা কে সিটি অফ লন্ডন অঞ্চল বলা হয়ে থাকে ।১০০ লিডেনহল ভবন একটি মিশ্র ব্যবহিত একটি ব্যবসাইক ভবন। যেখানে আপনার প্রয়জনিও সকল কিছু থেকে অফিস,হোটেল,উন্নতমানের রেস্তোরাঁ সকল কিছু তৈরি করা হয়েছে।
১০০ লিডেনহল কি ভাবে লন্ডনের নতুন দিগন্তের সূচনা করেছেঃ
আকাশচুম্বী এই ভবন মানুষের কাছে এক উন্নত মানের শহর গঠনের বিশেষ অবকাঠামো পালন করেছে। প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক ঘুরতে আসে। লন্ডন অনেক আগে থেকেই অন্য অন্য দেশের চাইতে অনেক উন্নত, তবে ১০০ লিডেনহল ভবন টি লন্ডন এর প্রধান শহর কে করেছে আরো আধুনিক এবং সুন্দর্যপূর্ণ।
ভবন টির উপর থেকে আপনি লন্ডন শহরকে খুব ভালো ভাবে উপভোগ করতে পারবেন। লন্ডনের প্রান কেন্দ্রে এমন একটি আকাশ চুম্বী ভবন তৈরি করার জন্য শহরের সুন্দর্য এবং আরো আধুনিক করেছে । এর মাধ্যমে বেড়ে গেছে ব্যবসা এবং আধুনিক হওয়ার কারনে অফিস থেকে শুরু করে সকল ধরণের কার্যকলাপ হয়ে থাকে।ঠিক এই ভাবেই ১০০ লিডেনহল অত্যাধুনিক আর্কিটেকচার ল্যান্ডমার্ক লন্ডনকে এক নতুন দিগন্তের সূচনা করেছে।
কিছু তথ্যঃ
১০০ লিডেনহল ভবন মানুষের উজ্জল ভবিষ্যৎ এর একটি নিশান। বিল্ডিং টির কাজ শুরু করা হয়েছে ২০২০ সালে এবং বলা হয়েছে আনুমানিক ২০২৭ সালে এর কাজ শেষ হতে পারে। তবে প্রকাশ করা হয়েছে ভবন টির মধ্যে কি কি থাকেব । ভবন টির উচ্চতা হবে ২৬৩ মিটার বা ৮৬৪ ফুট এর এক আকাশ চুম্বী ভাবন। এই ভবন এর তলা হিসাব করা হয়েছে ৫৬ এবং এর উপরের ২ টা তলা পর্যবেক্ষণ ডেক হিসাবে মোট ৫৮ তলা পর্যন্ত। ভবন টি তৈরি করতে মোট খরচ করা হবে ১.২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১.৫ বিলিয়ন হিসাব করা হয়েছে।
১০০ লিডেনহল ভবনের মধ্যে কি কি আছেঃ
ভবন টিকে তৈরি করা হয়েছে সব ধরনের কাজ করার জন্য,এর মধ্যে থাকেব নানা ধরনের সুযোগ সুবিধা থাকবে। যদিও ভবন টির কাজ সম্পূর্ণ হয়নি,তবে এর মধ্যে কি কি থাকবে এই আকাশ চুম্বী ১০০ লিডেনহল ভবন এর মধ্যে তা প্রকাশ এবং বুকিং হয়েগেছে যেমনঃ
১। অফিস স্পেসঃ ১০০ লিডেনহল ভবন এর মধ্যে সবচাইতে মূল্যবান জায়গায় তৈরি করার হবে অফিস এর জায়গা। যেহেতু ভবন টি হবে আকাশ চুম্বী আধুনিক ভবন সেই অনুসারে অফিস এর জায়গা হবে অত্যাধুনিক এবং আর উন্নত। লন্ডনের ১০০ লিডেনহল ভবন এর অফিস স্পেস এর মধ্যে নানা ধরনের কর্পোরেট অফিস থেকে শুরু করে নানা ধরনের কোম্পানির অফিস থাকবে।
২। রেস্তোরাঁ ও ক্যাফেঃ লন্ডদনে বিখ্যাত ১০০ লিডেনহল ভবনে থাকবে ৫ তারকা বিশিষ্ট রেস্তোরাঁ। যেখানে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ খওয়া দাওয়া এবং আরাম করার সুযোগ পাবে।
৩। সকল ধরনের খুচরো দকানঃ ১০০ লিডেনহল ভবন টির নিচের তলা গুলোতে থাকবে নানা ধরনের সামগ্রিক এবং পণ্য এর দকান। এর সাথে থাকবে শপিং মল যেখানে আপনি আপনার যাবতীয় শপিং করতে পারবেন।
৪। পর্যবেক্ষণ ডেকঃ আকাশ চুম্বী লন্ডন ১০০ লিডেনহল ভবনের সর্বচ্চ তলাতে কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে পর্যটক এবং শহরের সকল মানুষ এর জন্য আরাম এর জায়গা, হাঁটা চলা, শহরের মনোরম দৃশ্য উপভোগ করার জায়গা পর্যবেক্ষণ দেক। এর সাথে আছে বার এবং নানা ধরনের বিনোদন কেন্দ্র।
৫। কনফারেন্স হলঃ ১০০ লিডেনহল ভবনের মধ্যে রয়েছে বিশাল হল। যেখানে আপনি নানা ধরনের অফিশিয়াল মিটিং এবং কনফারেন্স করেতে পারবেন। এখানে সকল কিছু আধুনিক এবং উন্নত ভাবে সাজানো হবে।
১০০ লিডেনহল আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে একটি বহুমুখি আকাশ চুম্বী বাণিজ্যিক কেন্দ্র হিসেবে লন্ডনে অন্যতম দৃষ্টান্ত গড়ে তুলবে। ভবন টির মাধ্যমে লন্ডনের আর্থিক জেলার একটি অন্যতম ভূমিকা পালন করবে।