Telus Sky বিল্ডিং বিশ্বের কাছে এক অন্যতম আকর্ষণীয় উদ্ভাবন। যা কানাডাকে করে তুলেছে এক উন্নতমানের আধুনিক সভ্যতার উদ্ভাবক। আকাশ চুম্বী এই বিল্ডিংর নকশার জন্য পুরো বিশ্বের কাছে বহুল পরিচিতি লাভ করেছে। Telus Sky বিল্ডিং টি কানাডার ক্যালগারি, আলবার্টাতে অবস্থিত। বিল্ডিং টি ক্যালগারি শহরকে আকাশ রেখায় এক নতুন আলোকিত প্রিতিচ্ছবি হিসেবে যোগ করেছে। বিল্ডিং টিকে মিশ্র ব্যবহার করার জন্য মানুশের কাছে অনেক জনপ্রিয়। Telus Sky সম্পর্কে বিস্তারিত সকল কিছু নিচে উল্লেখ করা হলোঃ
ক্যালগারি Telus Sky বিল্ডিং এর কিছু তথ্যঃ
Telus Sky আকাশ চুম্বী বিল্ডিং এর ঠিকানা ( 7th Aveniue ) ক্যালগারি,আলবার্টা, কানাডা। বিল্ডিং টির স্থাপতি করেছে কানাডিয়ান সংস্থা ড্যানিস সংস্থা। এই সংস্থার মাধ্যমে এই আকাশ চুম্বী বিল্ডিং তৈরি হয়েছে। জার জন্য ক্যালগারি শহরকে গড়ে তুলেছে আধুনিক এবং উন্নত।
Telus Sky বিল্ডিং এর নকাশা করা হয়েছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে। বিল্ডিং টির নিচের আকারের চাইতে উপরের আকার ক্রমশ সরু করে তোলা হয়েছে। এর কারন হলো আবহাওয়া এর সাথে এবং বিল্ডিং এর উচ্চতার জন্য এমন ডিজাইন করা হয়েছে। Telus Sky বিল্ডিং এর এমন ডিজাইন এর পেছনে আরো একটি কারন হলোঃ ভবন টিতে সক্তি সঞ্চয়, পানি ব্যবস্থার উন্নতি করার জন্য LEED সিস্টেম এর ব্যবহার করা হয়েছে। এর সাথে ভবন টিতে ব্যবহার করা হয়েছে আধুনিক দ্রুতগামী লিফট।
ক্যালগারি Telus Sky ভবন এর সব গুলো জানালা দেওয়া হয়েছে কাঁচের, ভবন এর বাহিরের দিকে নানা ধরনের নকশা করা হয়েছে। এই আকাশ চুম্বী ভবে লাগানো হয়েছে অসংখ্য LED আলো দিয়ে আবৃত করা হয়েছে। ভবন টিতে রাতে বিভিন্ন ধরনের আলোর প্রদর্শন দেখা যায়। যার জন্য Telus Sky ভবন মানুষের কাছে এতো জনপ্রিয় হয়ে উঠেছে।
ক্যালগারি Telus Sky আকাশ চুম্বী ভবন তৈরির কাজ শুরু করা হয়েছে ২০১৫ সালে। ভবন টির কাজ শেষ হয়েছে ২০১৯ সালে এবং ২০২০ সালে তা জনসাধারন এর জন্য খুলে দেওয়া হয়। ভবন টির উচ্চতা ২২২ মিটার যা ৭২৯ ফুট। এর তলা গণনা করার হয়েছে মোট ৬০ টি।
Telus Sky ভবন টিতে আছে নানা ধরনের সুযোগ সুবিধা। এখানে আপনি পাবেন অফিস স্পেস, শপিং মল, আবাসিক এপার্টমেন্ট, হোটেল,পর্যবেক্ষণ ডেক,এবং নিত্য প্রয়োজনীয় সকল কিছুর খুচরো দোকান।
ক্যালগারি Telus Sky ভবনে কি কি আছে তার বিস্তারিতঃ
Telus Sky আকাশ চুম্বী ভবন টি মিশ্র ব্যবহিত হওয়ার কারনে এখানে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন।
অফিস স্পেসঃ Telus Sky বিল্ডিং এর নিচের তলা গুলোতে আছে অফিস। অফিস গুলো খুব আধুনিক এবং উন্নতমানের করে তৈরি করা হয়েছে। যেখানে সকল কিছু দামি এবং আধুনিক ভাবে সাজানো। এর সাথে নিচের তলা গুলোতে আছে নানা ধরনের কর্পোরেট অফিস, কোম্পানি ইত্যাদি।
শপিং মলঃ Telus Skyভবন টির ভেতরে আছে বিশাল সপিং মল। যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু ক্রয় করতে পারবেন।
আবাসিক এপার্টমেন্টঃ ক্যালগারি Telus Sky ভবন টির উপরি ভাগে আছে সকল আবাসিক এপার্টমেন্ট। Telus Sky ভবনে প্রায় ৩২৬ আবাসিক এপার্টমেন্ট আছে। যার ভেতরে আপনার চাহিদা মতো সিঙ্গেল রুম নিতে পারবেন। এর ভেতরে আছে আধুনিক এবং বিলাসবহুল এপার্টমেন্ট যেখানে আপনি সকল কিছু পাবেন। আপনি চাইলে Telus Sky তে হানিমুন এর জন্য যেতে পারেন। এই বিল্ডিং এর ভেতরে পাবেন সবচাইতে ভালো সার্ভিস ।
হোটেল এবং রেস্তোরাঁঃ Telus Sky এর ভেতরে পাবেন নানা ধরনের হোটেল এবং রেস্তোরাঁ। যেখানে নানা ধরনের দেশি বিদেশি সকল খাবার। তার সাথে আছে অনেক বিনোদনের সুযোগ।
পর্যবেক্ষণ ডেকঃ Telus Sky ক্যালগারি ভবন এর উপরে পাবেন পর্যবেক্ষণ ডেক। যেখান থেকে আপনি সারা ক্যালগারি শহর। এর সাথে আছে পর্যটক দের জন্য বার এর ব্যবস্থা।
এমন অনেক কিছু দেখতে পারবেন Telus Sky ক্যালগারি আকাশ চুম্বী ভবনে। এই পোস্ট টি পড়ে আপনার অভিজ্ঞতা কমেন্ট এর মাধ্যমে জানাবেন।