প্রযুক্তি যতো আধুনিক হচ্ছে মানুষের চিন্তাধারা ততো পরিবর্তন হচ্ছে। মানুষ মাঝে মাঝে এমন কিছু তৈরি করে যা কল্পনার বাহিরে। এমনি একটি বিল্ডিং বা কমপ্লেক্স তৈরি করতেছে যা একটি অবাক করা বিষয়। আব্রাজ কুদাই হতে চলেছে বিশ্বের সবচাইতে বড় হোটেল। আপনি হয়তো এতদিনে অনেক উচু আকশ চুম্বী বিল্ডিং বা হোটেল কমপ্লেক্স দেখেছেন। তার মধ্যে আব্রাজ কুদাই সবচাইতে আলাদা এবং বিশাল কমপ্লেক্স হতে চলেছে। সবাই ধারনা করছে আব্রাজ কুদাই বিশ্বের কাছে একটি মানুষের তৈরি সবচাইতে বড় অবকাঠামো হতে চলেছে। পর্যটক দের কাছে সবচাইতে বড় পর্যটন কেন্দ্র হতে পারে আব্রাজ কুদাই। তো চলুন জেনে নেওয়া যাক আব্রাজ কুদাই এর সম্পর্কে সকল কিছু এবং কিছু অজানা তথ্য।
Abraj kudai সম্পর্কে কিছু তথ্যঃ
এই আব্রাজ কুদাই একটি মেগা প্রকল্প, যা তৈরি করা হচ্ছে সৌদি আরবের মক্কা শহরে। প্রিথিবির মধ্যে সবচাইতে বড় হোটেল কমপ্লেক্স হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে এক সাথে প্রচুর সংখ্যক পর্যটক থেকে শুরু করে হজ যাত্রী থাকতে পারবে। আব্রাজ কুদই এর কাজ এখন শেষ হয়নি। এটি তৈরি করা হচ্ছে মাসজিদুল হারামের কাছাকাছি। এর ঠিকানা মক্কার আল আজিজিয়া এলাকায় নির্মাণ করা হচ্ছে। আব্রাজ কুদাই কমপ্লেক্স এর কাজ শুরু করা হয়েছে ২০১৫ সালে। পরিকল্পনা ছিলো ২০১৭ সালে সবার জন্য আব্রাজ কুদাই খুলে দেওয়া হবে কিন্তু কিছু সমস্যার কারনে এই কাজ আজ পর্যন্ত বিদ্যমান আছে। আনুমানিক ধারনা করা হয়েছে এই প্রকল্প বাস্তবায়ন করতে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচ হতে পারে। আব্রাজ কুদাই এর মালিকানার ভেতরে আছে সৌদি আরবের অর্থনৈতিক এবং অনেক সংস্থা এর আওতাধীন আছে।
আব্রাজ কুদাই এর মধ্যে অনেক কিছুর ব্যবস্থা থাকবে। এই কমপ্লেক্সে মোট ১২ টি টাওয়ার আছে জার মধ্যে ২ টি টাওয়ার রিং এর মতো করে তৈরি করা হয়েছে। আর ১০ টি টাওয়ার দিয়ে গোল করে রিং এর চার পাশে তৈরি করা হয়েছে। এর মধ্যে ১০ টি টাওয়ার ৪৫ তলা করে তৈরি করা হবে। এই মধ্যে ৪ টি টাওয়ার এর উপরে থাকবে হেলিপ্যাড। যেখানে এক সাথে চারটি হেলিকাপ্টার এক সাথে ল্যান্ড করতে পারবে।
আব্রাজ কুদাই এই হোটেল কমপ্লেক্স এর মধ্যে আছে ১০ হাজার টি বেডরুম আছে, এর সাথে ৭০ টি রেস্টুরেন্ট থাকবে যা সৌদি আরবের সবচাইতে উন্নতমানের রেস্টুরেন্ট হবে। তবে এর মধ্যে দুইটি টাওয়ার থাকবে পাঁচ তারকা বিশিষ্ট এবং আর বাকি ১০ টি টাওয়ার চার তারকা বিশিষ্ট করে তৈরি করা হবে। যদিও কমপ্লেক্স টির নির্মাণ এখনো শেষ হয় নি। তবে এর গঠন এবং সকল তথ্য বলে দেওয়া হয়েছে।
এই প্রকল্পের প্রধান লক্ষ হলো হাজিদের বা দেশ বিদেশ থেকে হজ করতে আসে তাদের থাকার জায়গা নিশ্চিত করা। কারন প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে হজ করতে আসে তাদের থাকার জন্য বিলাসবহুল এবং আধুনিক ভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এতো বড় আব্রাজ কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। যেহেতু কমপ্লেক্স টি এখনো পরিপূর্ণ ভাবে তৈরি করা হয়নি তাই এর বিস্তারিত অনেক কিছু বলা যাচ্ছে না। আপনারা যদি আব্রাজ কুদাই সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। এবং এই পোস্ট এর মাধ্যমে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যকেও শেয়ার করে জানাবেন।