বিশ্বের মধ্যে অনেক ব্যয়বহুল হোটেল তৈরি করা হয়েছে। এর মধ্যে অনেক হোটেল আছে সবগুলোর চাইতে আলাদা। এই সকল ব্যয়বহুল হোটেলের মধ্যে কোকোমো প্রাইভেট আইল্যান্ড অন্যতম হোটেল হিসেবে সবার কাছে পরিচিত। এর আগেও আমরা অনেক জনপ্রিয় হোটেল, রিসোর্ট সম্পর্কে জেনেছি। কিন্তু আজকে আলোচনা করা হবে কোকোমো প্রাইভেট আইল্যান্ড হোটেল এবং রিসোর্ট সম্পর্কে। জানবো কেনো এই হোটেল এতো আলোচিত এবং এর সম্পর্কে সকল তথ্য।
কোকোমো প্রাইভেট আইল্যান্ড এর সকল ধরনের সুবিধার সাথে আছে বিশাল সমুদ্র সৈকত। এই আইল্যান্ড অনেক ছোট যার কারনে আপনি খুব সহজেই পুরো আইল্যান্ড ঘুরে আসতে পারবেন। এখানে সবচাইতে সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা হলো পানির উপরের ভিলা গুলো। এই সকল ভিলা গুলো ভাড়া নিতে হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বুকিং দিতে হবে। আপনি অবশ্যই কোকোমো প্রাইভেট আইল্যান্ড আসার আগে আপনার ভিলা ভাড়া নিতে হবে। তবে এখানে অনেক আবাসিক ভিলা আছে।
কোকোমো প্রাইভেট কিছু তথ্যঃ
- এর অবস্থানঃ কোকোমো প্রাইভেট আইল্যান্ড তৈরি করা হয়েছে একটি দ্বীপের মধ্যে। বিশ্বের সকল হোটেল এর থেকে কোকোমো আলাদা ভাবে তৈরি করা হয়েছে। কোকোমো প্রাইভেট আইল্যান্ড ফিজির কাদাভু দ্বীপে অবস্থিত। আমাদের সকলের পরিচিত নান্দাঙ্গোয়া প্রবাল প্রাচীরের পাশে অবস্থিত। এখানে আসার জন্য আপনাকে প্রথমে ফিজির এয়ারপোর্টে অবতরণ করতে হবে। এখান থেকে আপনি হেলিকাপ্টার বা বাস, রেন্ট কার দিয়ে কোকোমো প্রাইভেট আইল্যান্ডে আসতে পারবেন। সমুদ্রের পারে অনেক নৌকা বা বোট আছে আপনি চাইলে এর মাধ্যমে জেতে পারবেন।
- কোকোমো প্রাইভেট আইল্যান্ড এর আবাসিক থাকার জায়গাঃ এখানে আছে অনেক ব্যয়বহুল এবং বিলাসবহুল ভিলা। যেখানে আপনি নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন। এই সকল ব্যয়বহুল ভিলাতে পাবেন বেক্তিগত সুইমিং পুল,গার্ডেন এবং আপনি সরাসরি সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা। এই সকল ভিলা তে আছে সকল আধুনিক এবং উন্নতমানের আসবাপত্র। তবে আপনি চিন্তা করতে পারেন এই দ্বীপে প্রাকৃতিক দুর্যোগ এর সম্ভাবনা আছে কি? এখানে আপনি খুব ভালো ভাবে থাকতে পারবেন। এই দ্বীপ টি প্রাচীন কাল থেকে ফিজিরের অন্যতম দ্বীপ হিসেবে জনপ্রিয়।
কোকোমো প্রাইভেট আইল্যান্ড এর সকল সুবিধা সমূহঃ
- রেস্টুরেন্টঃ কোকোমো তে আপনি পাবেন ব্যয়বহুল রেস্টুরেন্ট। এখানে নানা ধরনের খাবার এবং সামদ্রিক সকল খাবার পরিবেশন করা হয়।
- স্পা সেন্টারঃ কোকোমো প্রাইভেট আইল্যান্ড এর মধ্যে আছে আধুনিক বিলাসবহুল স্পা। এখানে নানা ধরনের থেরাপি থেকে শুরু করে সকল ধরনের ট্রিটমেন্ট প্রদান করা হয়ে থাকে।
- বিনোদন মূলক কার্যক্রমঃ এখানে আপনার জন্য আছে নানা ধরনের বিনোদন এর ব্যবস্থা। এখানে আপনি সমুদ্রের নিল পানিতে ডাইভিং করতে পারবেন। স্নোরকেলিং, প্যাডেল বোর্ডিং, মাছ ধরা থেকে সকল কিছু করতে পারবেন।
কোকোমো প্রাইভেট আইল্যান্ড এর মধ্যে এমন অনেক কিছু আছে যা সম্পর্কে আপনাদের মতামতের উপর পোস্ট করা হবে। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। আপনি যদি কোনো সুন্দর এবং ব্যয়বহুল জায়গার সন্ধান করে থাকেন তাহলে কোকোমো প্রাইভেট আইল্যান্ড একটি সুন্দর জায়গা।