আজকে আমরা এক অসাধারণ বিস্ময়কর টাওয়ার সম্পর্কে কথা বলবো। আজ পর্যন্ত আমরা অনেক ধরনের টাওয়ার এবং স্থাপনা সম্পর্কে জানতে পেরেছি। তবে পৃথিবীতে এখনো অনেক আধুনিক আবিষ্কার এবং টাওয়ার আছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আজকে আপনারা যে টাওয়ার সম্পর্কে জানতে পারবেন তা হলো ম্যাকাও টাওয়ার। ম্যাকাও টাওয়ার সম্পর্কে সকল ধরনের তথ্য নিয়ে আলোচনা করবো।
ম্যাকাও টাওয়ার চীনের এক অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে কাজ করে। ম্যাকাও টাওয়ার কে কনভেনশন এবং এন্টারটেইনমেন্ট নামেও সবার কাছে পরিচিত। প্রতি বছর দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই ম্যাকাও টাওয়ার দেখতে আসে। ম্যাকাও টাওয়ার তৈরির কারনে ম্যাকাও শহরের জনগণের জীবন ধারার মান পরিবর্তন করেছে। এর সাথে উন্নত হয়েছে ম্যাকাও শহর এবং আধুনিকতার।
ম্যাকাও টাওয়ার এর নির্মাণ এবং ঠিকানাঃ
ম্যাকাও টাওয়ার টাওয়ার তৈরি করা হয়েছ চীনের ম্যাকাও শহরে। ম্যাকাও টাওয়ার এর নির্মাণ কাজ শুরু করা হয়েছিলো ১৯৯৮ সালে। টাওয়ার টির কাজ শেষ করা হয়েছিলো ২০০১ সালে। ২০০১ সালেই টাওয়ার টি জনসাধারণ দের জন্য খুলে দেওয়া হয়েছে। ম্যাকাও টাওয়ার নির্মাণ করতে ১.২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। টাওয়ার টির উচ্চতা পরিমাপ করা হয়েছে ৩৩৮ মিটার যা ১১০৯ ফুট। আকর্ষণীয় সকল ধরনের আধুনিক টাওয়ার নির্মাণ করা হয়েছে চীনে।
পর্যবেক্ষণ ডেকঃ ম্যাকাও টাওয়ার এর মধ্যে আছে বিশাল পর্যবেক্ষণ ডেক। এই পর্যবেক্ষণ ডেক পর্যটক দের জন্য সুন্দর ও আকর্ষণীয়। টাওয়ার এর ৫৮ তলা থেকে ৬১ তলা পর্যন্ত পর্যবেক্ষণ ডেক তৈরি করা হয়েছে। এই পর্যবেক্ষণ ডেক থেকে আপনি ম্যাকাও শহর উপভোগ করতে পারবেন।
বাঞ্জি জাম্পিংঃ এখানে পর্যটক এবং সকলের জন্য আছে এক ধরনের বিনোদনের জায়গা। ম্যাকাও টাওয়ারে তৈরি করা হয়েছে বিশ্বের সবচাইতে উচু বাঞ্জি জাম্পিং এর স্থান। এখানে আপনি চাইলে ২৩৩ মিটার উচ্চতা থেকে জাম্প করতে পারবেন। এখানে শুধু সাহসি দের জন্য, আপনি যদি সাহসী হয়ে থাকেন তাহলে এখান থেকে জাম্প দিতে পারবেন। এখানে অনেক মানুষ জাম্প এবং বিনোদন এর জন্য আসে।
রেস্টুরেন্টঃ ম্যাকাও টাওয়ার এর উপরে তৈরি করা হয়েছে এক আধুনিক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট এর নাম দেওয়া হয়েছে রোটেটিং রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট ৩৬০ ডিগ্রি ঘুরে থাকার জন্য আপনি খাবার উপভোগ করার সময় আপনি পুরো শহর দেখতে পারবেন।
ইভেন্ট সেন্টারঃ ম্যাকাও টাওয়ার এর মধ্যে আছে আধুনিক কনভেনশন হল। যেখানে আপনি নানা ধরনের ইভেন্ট আয়োজন এবং মিটিং করতে পারবেন।
ম্যাকাও টাওয়ার এর মধ্যে আছে নানা ধরনের বিনোদন কেন্দ্র। টাওয়ারের উপরে আছে স্কাই ওয়ার্ক এখানে আপনি টাওয়ারের বাহিরের অংশে ঘুরতে পারবেন। টাওয়ারের উপরে অনেক টিভি শো, শুটিং এর আয়োজন করা হয়।
ম্যাকাও শহরের সকল ধরনের উৎসব ম্যাকাও টাওয়ারে উৎযাপন করা হয়। এই টাওয়ারের জন্য প্রতি বছর দেশি বিদেশি পর্যটক দের প্রচুর আনাগোনা দেখা যায় ম্যাকাও শহরে। ম্যাকাও টাওয়ার টাওয়ার সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা সম্পর্কে আপনাদের চাহিদা অনুসারে আলোচনা করা হবে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন।