সাংহাই গ্লোবাল হারবার টুইন টাওয়ার এক অন্যতম স্থাপনা। এই টাওয়ার তৈরি করা হয়েছে মিশ্র ব্যবহিত করে। এই টাওয়ারে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এই টুইন টাওয়ার তৈরি করা হয়েছে চীনের সাংহাই শহরে। আপনারা হয়তো জানেন সাংহাই শহর চীনের সবচাইতে উন্নত এবং আধুনিক শহর। গ্লোবাল হারবার টুইন টাওয়ার এর মাধ্যমে সাংহাই শহরের মানুষের জীবন ধারার মান উন্নত করেছে। এর সাথে সাংহাই একটি বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক কি আছে এই সাংহাই গ্লোবাল হারবার টুইন টাওয়ার এর মধ্যে।
সাংহাই গ্লোবাল হারবার টুইন টাওয়ার এর উচ্চতা প্রায় ২৪৫ মিটার বা ৮০৪ ফুট। এখানে তৈরি করা হয়েছে দুইটি টাওয়ার এক সাথে এবং দুইটি টাওয়ারের উচ্চতা একই। এর প্রতিটি টাওয়ার ৫৫ তলা করে এবং প্রতিটি তলার ৪৮০০০০ বর্গমিটার করে। টুইন টাওয়ার বিল্ডিং এর কাজ শুরু করা হয়েছিলো ২০০৫ সালে। তবে টাওয়ার দুইটি তৈরির কাজ খুব শেষ করা হয়েছিলো ২০১৩ সালে। এতো দেরি হওয়ার কারন অনেক ছিলো, আর্থিক ভাবে অনেক সময় কাজ বন্ধ রাখা হয়েছে। এই টুইন টাওয়ার তৈরি করতে মোট খরচ করা হয়েছিলো ১৫ বিলিয়ন ইউয়ান যা ২.৪ বিলিয়ন মার্কিন ডলার।
সাংহাই গ্লোবাল হারবার টুইন টাওয়ার একে নানা ভাবে ব্যবহার করা হয়ে থাকে। এই বিল্ডিং এর মধ্যে অনেক বাণিজ্যিক কার্যক্রম, অফিস এর সকল ধরনের কাজ, শপিং মল, রেস্টুরেন্ট, পর্যবেক্ষণ ডেক এবং সকল বিলাসবহুল ব্র্যান্ডের দোকান।
সাংহাই গ্লোবাল হারবার টুইন টাওয়ার এর মধ্যে যে শপিং মল আছে। এই শপিং মল সাংহাই এর সবচাইতে বড় শপিং মল হিসেবে পরিচিত। টুইন টাওয়ার এর বাহিরের দিকে বিশাল খেলার মাঠ আছে। এখানে ছোট বাচ্চাদের বিনোদনের জায়গা বা পার্ক তৈরি করা হয়েছে। টুইন টাওয়ারের মধ্যে আছে বিশাল সিনেমা হল যেখানে আপনি সকল ধরনের সিনেমা দেখাতে পারবেন। এর সাথে বিল্ডিং এর মধ্যে ১০০ টির বেশি রেস্টুরেন্ট আছে। এখানে আপনি নানা ধরনের দেশি বিদেশি এবং চাইনিজ খাবার খেতে পারবেন। এর মধ্যে পর্যটক দের জন্য আছে নানা ধরনের বিনোদন মূলক স্থান। এখানে আপনি পাবেন বার এর সুবধা। বিল্ডিং এর উপরে কিছু তলাতে পর্যবেক্ষণ ডেক এর সুবিধা আছে। এখান থেকে আপনি সাংহাই পুরো শহর উপভোগ করতে পারবেন।
এই টুইন টাওয়ার এর মধ্যে কোন ধরনের আবাসিক এপার্টমেন্ট এর ব্যবস্থা করা হয় নি। এখানে কিছু আবাসিক স্থান আছে তবে সেই স্থান কোন পর্যটক দের জন্য না। পুরো বিল্ডিং এর মধ্যে আছে অফিস স্পেস এবং শপিং মল এর সাথে নানা ধরনের রেস্টুরেন্ট। তবে এটি একটি পর্যটন কেন্দ্র হওয়ার অনেক কারন এর মধ্যে, রাতের বেলায়া এই দুইটা বিল্ডিং নানা ধরনের আলোর মাধ্যমে সাজ্জিত হয়। এখানে মাঝে মাঝে বিল্ডিং এর দেওয়ালে নানা ধরনের ছবি প্রদর্শন করা হয়। যার কারনে টুইন টাওয়ার গুলো দেখতে আরো সুন্দর লাগে।
সাংহাই গ্লোবাল হারবার টুইন টাওয়ার সম্পর্কে আরো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন।