আমরা পৃথিবীতে অনেক ধরনের হোটেল সম্পর্কে জানি। তবে এর মধ্যে এমন অনেক হোটেল আছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই পোস্ট এর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশ্বের নামকরা এবং বিলাসবহুল হোটেল সম্পর্কে। এই পোস্ট এর মাধ্যমে এই হোটেলের সকল বিষয় এবং এই হোটেলের মধ্যে এমন কি আছে যার জন্য এতো জনপ্রিয়। তো চলুন জেনে নেওয়া যাক হোটেল প্রেসিডেন্ট উইলসন সম্পর্কে।
বিশ্বের মধ্যে কিছু উল্লেখযোগ্য হোটেল আছে যার মধ্যে হোটেল প্রেসিডেন্ট উইলসন একটি। এই হোটেল সুইজারল্যান্ড এর জেনেভা শহরের সবচাইতে আধুনিক এবং বিলাসবহুল হোটেল। হোটেল প্রেসিডেন্ট উইলসন একটি পাঁচ তারকা বিশিষ্ট হোটেল। এই হোটেল টি মানুষের কাছে একটি বিলাসবহুল, ব্যায়বহুল হোটেল সম্পর্কে পরিচিত। হোটেল প্রেসিডেন্ট উইলসন এর নাম করন এর পেছনে আছে কিছু ইতিহাস। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসন এর নাম এর অনুসারে হোটেল টির নাম করন করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর উড্রো উইলসন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই জন্য তার ভূমিকা বজায় রাখার জন্য হোটেল টির নাম তার নামে রাখা হয়েছে।
হোটেল প্রেসিডেন্ট উইলসন এর সকল সুযোগ সুবিধাঃ
১। কক্ষ এবং স্যুইটঃ
হোটেল প্রেসিডেন্ট উইলসন এর মধ্যে আছে নানা ধরনের কক্ষ এবং স্যুইট। এর মধ্যে রয়্যাল পেন্টহাউস স্যুইট সবচাইতে ব্যায়বহুল এবং বিলাসবহুল স্যুইট। এখানে আপনি পাবেন নানা ধরনের আধুনিকে এবং আপনার জীবনের সবচাইতে আলাদা অভিজ্ঞতা। এই স্যুইট কে বলা হয়ে থাকে বিশ্বের সবচাইতে ব্যায়বহুল এবং বড় স্যুইট। হোটেল প্রেসিডেন্ট উইলসন এর মধ্যে আছে অনেক গুলো ব্যায়বহুল স্যুইট। এর মধ্যে প্রতিটি স্যুইট ১৬৮০ বর্গমিটার করে তৈরি করা হয়েছে। এই সকল স্যুইট থেকে আপনি দেখতে পাবেন জেনেভা লেক এবং আল্পস পর্বতমালা। এর সাথে আছে ব্যাক্তিগত এলিভেটর, পিয়ানো, প্রাইভেট জিম এবং বিশাল হোম সিনেমা থিয়েটার আছে। এমন আরো অনেক ধরনের আধুনিক এবং বিলাসবহুল ব্যবস্থা আছে।
যারা ভ্রমণ এবং পর্যটক আছেন তাদের জন্য হোটেল প্রেসিডেন্ট উইলসন একটি বিশেষ জায়গা। এখানে প্রতি বছর দেশের এবং দেশের বাহিরের দামি লোকজন এখানে বিলাসবহুল জীবন উপভোগ করতে আসে। আপনি চাইলে এখানে থাকতে এবং সকল সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি যদি কম খরচে এই হোটেলে থাকতে চান তাও পারবেন। এখানে নানা ধরনের প্রিমিয়াম ও এক্সিকিউটিভ এবং স্যুইট আছে। সাধারণ পর্যটক বা অথিতি দের জন্য নানা শ্রেণী ভাবে রুম বা স্যুইট তৈরি করা আছে।
২। ডাইনিং এবং রেস্তোরাঁঃ
হোটেল প্রেসিডেন্ট উইলসন এর মধ্যে পাবেন বিশাল ব্যায়বহুল ডাইনিং স্পেস। এর সাথে শহরের সবচাইতে আধুনিক বিলাসবহুল রেস্তোরাঁ আছে হোটেল প্রেসিডেন্ট উইলসন এর মধ্যে। এখানে আপনি আধুনিক কিছু জনপ্রিয় রেস্তোরাঁ পাবেন। বায়রন রেস্টুরেন্ট, Umami by Michel Roth, Glow Bar এমন কিছু বিলাসবহুল রেস্তোরাঁ। এখানে অতিথি দের জন্য আছে নানা ধরনের দেশি বিদেশি খাবার। পর্যটক এবং সকলের বিনোদন এর জন্য আছে বিলাসবহুল বার এর সুবিধা।
৩। স্পাঃ
হোটেল প্রেসিডেন্ট উইলসন এর মধ্যে আছে La Mer Spa বিলাসবহুল আধুনিক স্পা। এখানে নানা ধরনের ব্যায়বহুল দেহের পরিচর্যা প্রদান করা হয়। এর সাথে আছে সবচাইতে সুন্দর জায়গা ইনডোর সুইমিং পুল।
৪। কনফারেন্স এর সুবিধাঃ
হোটেল প্রেসিডেন্ট উইলসন এর মধ্যে বিশাল আধুনিক কনফারেন্স হল এবং ইভেন্ট স্পেস আছে। এখানে আপনি নানা ধরনের মিটিং এবং যে কোন ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। এখানে প্রায় এক হাজার মানুষ ধারন করা সম্ভব। এর সাথে আছে আধুনিক সাউন্ড সিস্টেম এবং লাইটিং এর ব্যবস্থা।
আপনাকে বিলাসবহুল সুবিধা দেওয়ার জন্য সকল কিছুর ব্যবস্থা আছে হোটেল প্রেসিডেন্ট উইলসনের মধ্যে। আপনার সুবিধার্থে যে ভাবে চাইবেন এই হোটেল এর ব্যবস্থা তেমনি হবে। এটি একটি বিলাসবহুল হোটেল এখানে আপনি নিজের মতো করে অনেক করতে পারবেন যেমন। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গার্ড নিতে পারবেন, বুলেট প্রুফ স্যুইট এর জানালা, এর সাথে বিলাসবহুল রুম শপিং মল আরো অনেক ধরনের সুবিধা। হোটেল প্রেসিডেন্ট উইলসন এই সকল সার্ভিস এর জন্য দেশে এবং দেশের বাহিরের মানুষের কাছে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি হোটেল প্রেসিডেন্ট উইলসন এর মধ্যে গেলে জীবনের সবচাইতে ভালো সময় এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
এমন আরো মজার এবং আলদা হোটেল সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি হোটেল প্রেসিডেন্ট উইলসন সম্পর্কে আরো কিছু জানতে চান তাও বলতে পারেন। এই সকল কনটেন্ট যদি আপনার ভালো লেগে থাকে আপনার বন্ধুকেও জানার সুযোগ করে দেবেন শেয়ার করে।