আইফেল টাওয়ার পৃথিবীর মধ্যে এক সুন্দর তম এবং সবচাইতে উচু টাওয়ার। মানুষের তৈরি সব কিছুর মধ্যে আইফেল টাওয়ার সবচাইতে আলাদা একটি স্থাপনা যা তৈরি করা হয়েছে সবটুকু লোহা দিয়ে। যা অন্য কোন জায়গায় বা এখন পর্যন্ত আর একটি তৈরি হয়নি বা হয়তো কখনো হবে না। আইফেল টাওয়ার ফ্রান্স এর প্যারিস শহরে অবস্থিত এমন কি ফ্রান্স এর সবচাইতে আকর্ষণীয় এবং ফ্রান্স এর অন্যতম প্রতীক হলো আইফেল টাওয়ার। এর উচ্চতা ৩৩০ মিটার বা ১০৮৩ ফুট যা আখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে উচু লোহিত কাঠামো। আইফেল টাওয়ার টাওয়ার তৈরি করা হয়েছে ১৮৮৯ সালে, যা তৈরি করতে সেই সময় ৩০০ জন শ্রমিক কে কাজে লাগিয়েছিলো।
আপনি যদি ঘুরতে যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে আপনার জন্য আইফেল টাওয়ার দেখে আসাটা খুব ভালো হবে, যদি আপনি ফ্রান্সে যাওয়ার চিন্তা করেন তাহলে অবশ্যই আইফেল টাওয়ার দেখতে জবেন। কারণ আমরা হয়তো অনেকেই আইফেল টাওয়ার ছবিতে বা ভিডিওতে দেখেছি কিন্তু বাস্তবে আইফেল টাওয়ার দেখতে খুব সুন্দর। প্রতি বছর হাজার হাজার মানুষ শুধু আইফেল টাওয়ার দেখতে আসে। আর এটিকে বলা হয় পৃথিবীর মধ্যে এক অন্যতম পর্যটক কেন্দ্র, আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না কতো মানুষ ভ্রমণ করতে আসে। অনেক মানুষ আছে যারা ভ্রমণ করতে ভালো বাসে তাদের জন্য আইফেল টাওয়ার খুব সুন্দর একটি জায়গা। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জানে না আইফেল টাওয়ার কি বা কোথায়। আপনি হয়তো মনে করতে পারেন আইফেল টাওয়ারে দেখার কি আছে, আপনি যদি টাওয়ারের একদম উপরে পর্যটক ডেকে যেতে পারেন আপনি ফ্রান্স এর সবচাইতে উচুতে উঠে গেলেন। এবং উপর থেকে আপনি দেখতে পাবেন ফ্রান্স এর পুরো শহর এমন কি প্যারিস শহরের সকল বিল্ডিং যা দেখতে অনেক সুন্দর। তবে আপনি সব সময় টাওয়ারের উপরে উঠতে পারবেন না, কারন অনেক সময় বিদেশি পর্যটক দিয়ে সব সময় পর্যটক ডেক বুকিং থাকে বা ভিড় থাকে।
আইফেল টাওয়ার এর উপরে ওঠার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে যেমন আপনি সত্যি ভ্রমণ করতে এসেছেন কি না সব বিষয়ে জানবে। আইফেল টাওয়ার এর উপরে ওঠার জন্য ৭ টি লিফট আছে এবং টাওয়ারের উপরে আছে ৩ টি রুম যেখান থেকে সব কিছু তদারকি করে যেমন লিফট ব্যবস্থাপনার জন্য একটি রুম, তথ্য ও যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করা হয় এমন অনেক কিছু। আর একটি কথা আপনি চাইলেই টাওয়ারের এন্টেনা তে জেতে পারবেন না কারন টাওয়ার টি এতো উচু সবাই ঠিক থাকতে পারে না এমন কি আপনি বাতাস এর গতির কারনে অনেক ক্ষতির সামনে পরতে পারেন। আইফেল টাওয়ার এর উপরে যদি আপনি উঠতে পারেন তবে আপনার জীবনের সবচাইতে ভালো সময় হয়ে থাকবে। কারন টাওয়ার এর উপরের থেকে যে পরিবেশ আপনি দেখতে পারবেন তা আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আর যদি আপনি ফ্রান্সে হানিমুন করতে আসেন তাহলে আপনি সর্ব প্রথম যা করবেন আইফেল টাওয়ারের আশে পাশে থাকার চেষ্টা করবেন। কারন আইফেল টাওয়ার এর এলাকা একটি পর্যটন কেন্দ্র যার ঘিরে তৈরি হয়েছে অনেক ভবন আর রেস্টুরেন্ট, হোটেল, আবাসিক ভবন, রেস্তোরাঁ আরো অনেক কিছু। আপনি চাইলে খুব কম খরচে আবাসিক এপার্টমেন্ট ভাড়া নিতে পারবেন। আর আছে সব ধরনের রেস্টুরেন্ট যেখানে আপনি পাবেন সব ধরনের খবার, দেশি বিদেশি নানা ধরনের স্বাদের খাবার।
প্যারিস শহরে আছে নানা ধরনের বিনোদন কেন্দ্র এখানে আপনার মন মতো সব ধরনের সমারোহ, পর্যটক দের জন্য আছে বার যেখানে আপনি সব ধরণের পানীয় পাবেন। আপনি যদি কখনো ঘুরতে যান তাহলে আইফেল টাওয়ার এর বিকেলের দৃশ্য দেখার বাদ রাখবেন নাহ। কারন বিকেল বেলা আইফেল টাওয়ার খুব সুন্দর দেখা যায় এমন কি সব ধরনের মানুষ দের দেখতে পাওয়া যায় আইফেল টাওয়ার এর নিচে, যদি কখনো আপনি নতুন বছর ফ্রান্স এ কাটাতে চান বা নতুন বছরের প্রথম রাত আইফেল টাওয়ার এ কাটাতে পারেন তাহলে এই রাত আপনার জন্য হতে পারে সব চাইতে আলাদা। কারন নতুন বছর এর উৎযাপন উপলক্ষে আইফেল টাওয়ার সাজানো হয় এবং রাত ১২ টার সময় পুরো আইফেল টাওয়ার থেকে আতশবাজি ছাড়া হয় যা দেখতে অনেক সুন্দর লাগে। তাই আপনি ভ্রমণ বা ঘুরাঘুরির জন্য আইফেল টাওয়ার আপনার জন্য সবচাইতে সুন্দর এবং সৃতি হয়ে থাকবে।