৩৫ হাডসন ইয়ার্ডস নিউ ইয়র্ক এর নতুন এক দৃষ্টান্ত তৈরি করেছে। আধুনিকতার সাথে তৈরি করা এই ভবন পাল্টে দিয়েছে মানুষের জীবন যাত্রার মান। নিউ ইয়র্ক এর ম্যান সিটি শহরের প্রান কেন্দ্রে তৈরি করা হয় ৩৫ হাডসন ইয়ার্ডস। বিশ্বের মধ্যে অনেক উচু বিল্ডিং আছে তবে বেশির ভাগ বিল্ডিং ব্যবহার করা হয়ে থাকে নির্দিষ্ট কাজে। তবে ৩৫ হাডসন ইয়ার্ডস এই আধুনিক আকাশ চুম্বী ভবন ব্যবহার করা মিশ্র ভাবে। নিউ ইয়র্ক এর সবচাইতে জনপ্রিয় বা জনবহুল এলাকা ম্যানহাটন আর সেখানেই হাডসন ইয়ার্ডস ডেভলপমেন্ট প্রজেক্ট এর মাধ্যমে ভবন টি নির্মাণ করা হয়েছে। আধুনিক আকশ চুম্বী ভবন এর মধ্যে আপনি নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন, আর এর জন্য আপনাকে সম্পূর্ণ পোস্ট টি পড়তে হবে। ৩৫ হাডসন ইয়ার্ডস ভবন সম্পর্কে সকল তথ্য উল্লেখ করা হলোঃ
সংগৃহীত ছবি
৩৫ হাডসন ইয়ার্ডস সম্পর্কে কিছু তথ্যঃ 35 Hudson Yards
৩৫ হাডসন ইয়ার্ডস এই ভবন টির কাজ শুরু করা হয়েছিলো ২০১৫ সালে। ভবন টির কাজ টানা ৪ বছর করার পর ২০১৯ সালে এর কাজ সম্পূর্ণ করা হয়। ভবনটি ২০১৯ সালেই জনসাধারণ এর জন্য খুলে দেওয়া হয়। ভবন টির উচ্চতা ৩০৫ মিটার যা ১০০০ ফুট।৩৫ হাডসন ইয়ার্ডস এর মোট তলা সংখ্যা ৭২ যা নিউ ইয়র্ক এর সকল উচু বিল্ডিং এর মধ্যে একটি। ৩৫ হাডসন ইয়ার্ডস এই নাম করনে অনেক তথ্য আছে যেমনঃ ‘৩৫’ হলো এই ভবন এর ঠিকানা প্রকাশ করে। ‘৩৫’ সংখ্যা টি ব্যবহার করা হয়েছে ভবন টি যে জায়গায় অবস্থিত সেখান কার জায়গার ঠিকানা ৩৫ আর বাকি নাম ব্যবহার করা হয়েছে এই বিল্ডিং এর সংস্থা এর নাম অনুসরণ করে।
নিউ ইয়র্ক ৩৫ হাডসন ইয়ার্ডস ভবন টির ডিজাইন করা হয়েছে অনেক আধুনিক ভাবে। বিল্ডিং টির বাহিরের সকল জানালা দেওয়া হয়েছে কাঁচ দিয়ে এবং স্টিল এর ব্যবহার করা হয়েছে। 35 Hudson Yards তৈরি করতে সর্ব মোট খরচ করা হয়েছে ২ বিলিয়ন মার্কিন ডলার। এতো টাকা খরচ হওয়ার অনেক কারন আছে। বিল্ডিং টিকে নিউ ইয়র্ক এর সবচাইতে আধুনিক ভবন হিসেবে ধরা হয়ে থাকে।
৩৫ হাডসন ইয়ার্ডস বিল্ডিং এর ভেতর কি কি আছে?
৩৫ হাডসন ইয়ার্ডস বিল্ডিং টি অনেক ভাবে ব্যবহার করা হয়। ভবন টির ভেতরে নানা ধরনের সমারোহ আছে তার মধ্যে রয়েছে অফিস স্পেস, আবাসিক এপার্টমেন্ট, হোটেল, স্পা, পর্যবেক্ষণ ডেক, কনফারেন্স স্পেস আরো নানা ধরনের সুযোগ সুবিধা আছে। বিল্ডিং এর ভেতরে আছে বিশাল সপিং মল। বিল্ডিং টি মিশ্র ব্যবহিত হওয়ার কারনে এর ভেতরে অনেক ব্যবসাইক প্রতিষ্ঠান দেখতে পাবেন। ৩৫ হাডসন ইয়ার্ডস বিল্ডিং এর ভেতরে বিশ্বের সব চাইতে দ্রুতগামী লিফট ব্যবহার করা হয়েছে।
১। অফিস স্পেসঃ ৩৫ হাডসন ইয়ার্ডস ভবন এর ভেতরে আধুনিক ভাবে তৈরি করা হয়েছে অফিস স্পেস। যেখানে অফিস এর কর্মচারী এবং কর্মকর্তা সকেলের জন্য আধুনিক সকল কিছুর ব্যবস্থা করা হয়েছে।
২। আবাসিক এপার্টমেন্টঃ ৩৫ হাডসন ইয়ার্ডস বিল্ডিং এর ভেতরে আছে পাঁচ তারকা বিশিষ্ট আবাসিক রুম। যেখানে সকল কিছু বিলাসবহুল দামি জিনিস দিয়ে সাজানো হয়েছে। এখানে আপনি থাকার জন্য সকল স্তরের রুম পাবেন।
৩। হোটেলঃ এর মধ্যে পাবেন নানা ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট। যেখানে আপনি পাবেন দেশি বিদেশি সকল ধরনের আধুনিক খাবার। তার সাথে আপনি অনেক বিনোদন মূলক সকল আয়োজন।
৪। স্পাঃ ৩৫ হাডসন ইয়ার্ডস বিল্ডিং এর ভেতরে পাবেন স্পা। যেখানে আপনি খুব ভালো সুন্দর, আধুনিক স্পা নিতে পারবেন।
৫। পর্যবেক্ষণ ডেকঃ বিল্ডিং এর উপরে পাবেন সব চাইতে বড় পর্যবেক্ষণ ডেক। যেখান থেকে আপনি পুরো নিউ ইয়র্ক এর ম্যান সিটি দেখতে পাবেন। যা সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যবেক্ষণ ডেকে দেখতে পাবেন পর্যটক দের জন্য বার এর সুযোগ সুবিধা করা হয়েছে।
৬। কনফারেন্স স্পেসঃ ৩৫ হাডসন ইয়ার্ডস আধুনিক বিল্ডিং এর ভেতরে আছে বিশাল কনফারেন্স স্পেস। যেখানে আপনি নানা ধরনের ইভেন্ট পরিচালনা করতে পারবেন।এমন কি আফিস এর সকল মিটিং করতে পারবেন।
আধুনিকতার এক অনন্য নিদর্শন হিসেবে ৩৫ হাডসন ইয়ার্ডস ভবন এর ভেতরে সকল ধরনের সুব্যবস্থা করা হয়েছে। বিল্ডিং টির ভেতরে এমন আরো অনেক কিছু সম্পর্কে জানার আছে। আপনারা চাইলে বিল্ডিং টির সম্পর্কে নতুন আরাে একটি পোস্ট করতে পারি। সকলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ।