আমরা হয়তো এই জীবনে অনেক জায়গায় গেছি বা অনেক সুন্দর বিল্ডিং বা হোটেল রেস্টুরেন্ট দিয়ে ঘুরেছি। তবে এখনো হয়তো জানা বা অজানা অনেক সুন্দর রোমাঞ্চকর জায়গা আছে যেখানে আপনি দেখতে পাবেন আপনার জীবনের সবচাইতে সুন্দর পরিবেশ ও প্রকৃতি। এবং এই সব জায়গার সৃতি আপনার সারা জিবনের সব চাইতে সুন্দর তম সময় হয়ে থাকবে। এমনি একটি অসাধারণ সুন্দর একটি হোটেল সম্পর্কে জানার চেষ্টা করবো যেখানে আপনি দেখতে পাবেন নানা ধরনের সুন্দর সকল কিছু এবং জানতে পারবেন অজানা অনেক বিষয়। পৃথিবীর মধ্যে আপনি যতো সুন্দর বা উন্নত মানের হোটেল বা রেস্টুরেন্ট দেখবেন সেখানে খেয়াল করলে চোখে পরবে হোটেল টি কোথায় নির্মাণ করা হয়েছে, প্রতিটি হোটেল বা রেস্টুরেন্ট নির্মাণ করা হয় প্রাকৃতিক পরিবেশের মধ্যে আর সকল দর্শনীয় স্থানে যেমন নদীর পাড়ে, পাহাড়ের উপরে, সুমুদ্রের ধারে, আরো অনেক জায়গায়। এই সব জায়গায় হোটেল গুলো তৈরি করার কারন মানুষ সব সময় সুন্দর মনোরম পরিবেশে সময় কাটাতে ভালোবাসে, সময় কাটানোর সাথে সুন্দর পরিবেশ উপভোগ করার মজা, আর এই জন্যই বিশ্বের মধ্যে কিছু সুন্দর উন্নত মানের হোটেল গুলো এমন জায়গায় তৈরি করা যেখানে উপভোগ করার মতো সব থাকে। এখন ঠিক এমন একটা হোটেল বা রেস্টুরেন্ট সম্পর্কে জানবো তার নাম ক্যাপেলা ব্যাংকক।
ক্যাপেলা ব্যাংকক হোটেল হলো ব্যাংকক এর এক অন্যতম বিলাসবহুল হোটেল গুলোর মধ্যে এক অন্যতম হোটেল। এই হোটেল তির সুনাম সারা বিশ্বে আছে এবং এটি খুব নাম করা একটি হোটেল। এই হোটেল টিতে আছে আধুনিক, ডিজাইন সেবা সব ধরণের রুপ। হোটেল টি তৈরি করা হয়েছে নদীর ধার ধরে যেখান থেকে আপনি সুন্দর একটি সময় ও চোখ জুড়ানো সৌন্দর্য। যে নদীর উপরে হোটেল টি নির্মাণ করা হয়েছে তার নাম চাও প্রাইয়া। হোটেল টি নদীর ধারে হওয়ার জন্য হোটেল টি খুব জনপ্রিয় এবং দেখতেও অনেক সুন্দর। আর সারা বছর হাজার হাজার মানুষ এর আনাগোনা লেগেই থাকে শুধু এমন একটি হোটেলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনি যদি কখনো ব্যাংকক ঘুরতে জান তাহলে অবশ্যই এই ক্যাপেলা ব্যাংকক হোটেল টিতে ঘুরে জাবেন। এই হোটেল টিতে পাবেন সকল ধরনের সুযোগ সুবিধা যা আপনার প্রয়োজন এমন সকল কিছু আছে ক্যাপেলা ব্যাংকক হোটেল টিতে। ক্যাপেলা ব্যাংকক হোটেলে রয়েছে বিভিন্ন ধরনের বিলাসবহুল কক্ষ এবং প্রতিটি রুমে রয়েছে আধুনিক সাজ, উন্নত মানের সুবিধা, ভালো সার্ভিস, রাজকীয় সকল আসবা পত্র।
বিলাসবহুল কক্ষঃ ক্যাপেলা ব্যাংকক হোটেলে আছে ১০১ টি বিলাসবহুল থাকার কক্ষ। যেহেতু হোটেল টি ৫ স্টার বা আধুনিক বা যেখানে সব সময় পর্যটক এবং বড় বড় লোকজন দের যাওয়া আসা এর জন্য থাকতে চাইলে আপনাকে সাত দিন আগেই রুম বুকিং দিয়ে রাখতে হবে। হোটেল এবং জায়গার উপরে নির্মাণ করা হয়েছে আর এই কারনে হোটেল টির কক্ষ সংখ্যা কম। আপনার চাহিদা মতো সব ধরনের রুম এখানে আছে। কিছু কিছু রুম আছে যেখান থেকে সরাসরি নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে এর মধ্যে কিছু কিছু রুম আছে যেই সকল রুমে বা এপার্টমেন্ট এর সাথে বেক্তিগত সুইমিং পুল আছে, এই সব রুম গুলোতে থাকতে আপনার এক রাতে ১ লক্ষ টাকার ও বেশি লাগতে পারে।
স্পাঃ ক্যাপেলা ব্যাংকক হোটেলে আছে আধুনিক আরামদায়ক স্পা যেখানে আপনার মন ও শরীর সতেজ করতে পারবেন, যারা অতিথি তাদের জন্য সবসময় থাকবে নানা ধরনের সুবিধা।
জিমঃ আপনি যদি দীর্ঘদিন থাকার পরিকল্পনা করে থাকেন বা আপনার জন্য জিম করার প্রয়োজন হয় তাহলে আপনার জন্য থাকবে বিশাল আধুনিক জম আপনি চাইলে যেকোনো সময় জিম করতে পারেন।
সুইমিং পুলঃ ক্যাপেলা ব্যাংকক হোটেলে একটি বিলাসবহুল বড় সুইমিং পুল আছে যেখান থেকে আপনি নদী উপভোগ করতে পারবেন। আর এখানে আপনি সব ধরনের মানুষ বা এক সাথে অনেক জন মিলে সুইমিং করতে পারবেন।
এখানে আছের নানা ধরনের ব্যবসায়ি দের জন্য কনফারেন্স হল যেখানে আছে বিশাল জায়গা। আর এই হোটেলে আছে সামাজিক অনুষ্ঠান এর সুযোগ সুবিধা। আপনি চাইলে এই হোটেলে বিয়ের আয়োজন করতে পারবেন।
এখানে আছে নানা ধরনের খাবার ব্যবস্থা, এখানে সুন্দর এবং জনপ্রিয় নামীদামী সকল রেস্টুরেন্ট রেস্তোরাঁ পাবেন, এবং হোটেল টিতে আছে বার যেখানে আপনি সকল ধরনের পানিও এর ব্যবস্থা। এমন আরো অনেক কিছু আছে এই হোটেল সম্পর্কে সকল কিছু জানতে কমেন্ট করে জানাবেন।