পৃথিবীতে অনেক টেলিস্ট বিল্ডিং আছে যে গুলোর উচ্চতা আকাশচুম্বী তার মধ্যে একটি হলো (পিং অ্যান ফাইন্যান্স)। এই ভবন টির উচ্চতা হিসাব করে বিশ্বের মধ্যে ৫ম উচু ভবন এর খ্যাতি অর্জন করেছে। বিল্ডিং টির আরো একটি বিশেষত্ব হলো আপনি যদি এই বিল্ডিং টির ফ্লোর হিসাব করেন তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং বা ভবন হবে। বিল্ডিং টি চায়নার (ইয়েশেন রোড, ফিউশেন, শেনঝেন, গুয়াংডং চাইনা) অবস্থিত। বিল্ডিং টি জনসাধারণ এর জন্য খুলে দেওয়া হয় ১০১৭ সালে।
পিং অ্যান ফাইন্যান্স সেন্টার বিল্ডিং টি ১১৫ তলা বা ৫৯৯.১ মিটার, যা ১৯৬৬ ফুট গুয়াংডং শেনঝেন এর এক আকাশচুম্বী দালান। বিল্ডিং টির ডিজাইন করা হয়েছে চায়নার পিং অ্যান ইন্সুরেন্স এর মাধ্যমে শুরু হয়েছে এবং আমেরিকার কোহন প্যাডারসন ফক্স এর মাধ্যমে ডিজাইন করা হয়। বিল্ডিং টির রয়েছে অনেক রেকর্ড ভাঙার ইতিহাস। বিশ্বের সব বিল্ডিং এর চাইতে পিং অ্যান ফাইন্যান্স পর্যটন ডেক সবচেয়ে উচুতে যা সব বিল্ডিং এর রেকর্ড ভেঙে ফেলেছে। জাপানের টোকিওতে আজাবুদাই হিলস এর মেইন টাওয়ারের পরে ফ্লোর এলাকা অনুসরন করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিল্ডিং।
বিল্ডিং টি ফুতিয়ানের সেন্ট্রাল জেলার ভিতরে অবস্থিত, ভবন টি প্রথম দিকে ছিলো পরিত্যক্ত যার লট বিক্রি করা হয়েছিলো। ২০০৭ সালে ১.৬৫৬ বিলিয়ন আর এম বি মূল্যে নিলামে তোলা হয়েছিলো সেখান থেকে পিং অ্যান গ্রুপ তারা কিনে নেয়। তারপর ২০০৮ সালে আমেরিকার কোহন প্যাডারসন ফক্স বিল্ডিং টির নকশা এবং ডিজাইন সম্পূর্ণ করে দেয়। ভবন টির কাজ শুরু করা হয় ২০০৯ সালে আর প্রথম দিকে বিল্ডিং টির কাজ শুরু করার জন্য চায়নার কন্সট্রাকশন ফাস্ট বিল্ডিং গ্রুপ কে কাজে লাগায়। কিছু সমস্যার কারনে ২০১৩ সালে সাময়িক সময়ের জন্য বিল্ডিং টির কাজ বন্ধ রাখা হয়। কারন বিল্ডিং টির নির্মাণ কাজের জন্য বালি সংগ্রহ করা হতো সমুদ্র থেকে যার কারনে এক ধরনের সন্দেহজনক মনোভাব আসলে কাজ বন্ধ করা হয়। সমুদ্রের বালি বিল্ডিং এর ইস্পাত কাঠামোকে ক্ষয় করবে কি না, নমুনা পরীক্ষার পরে পুনরায় আবার কাজ শুরু করা হয়।
২০১৫ সালে বিল্ডিং টি ৫৯৯.১ মিটার উচ্চতা নিয়ে চিনের সবচেয়ে উচু বিল্ডিং হয়ে উঠে। বিল্ডিং টিকে এতো বড় বানানোর মূল পরিকল্পনা হলো সাংহাই টাওয়ার কে অতিক্রম করা। তার জন্য বিল্ডিং টির উপরে ৬০ মিটার লম্বা এন্টেনা প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আবার সিদ্ধান্ত নেওয়া হয় বিল্ডিং টির উপরে কোনো এন্টেনা বসানো যাবে নাহ, কারন তা বিমান চলাচলে বাধা বা বিভ্রান্তি তৈরি করতে পারে।
পিং অ্যান ফাইন্যান্স সেন্টার বিল্ডিং টিতে সবচেয়ে বেশি লিফট এর কাজ করা হয়েছে। বিল্ডিং টিতে সর্বমোট ৩৩ টা লিফট আছে আর প্রতিটা লিফট এর গতি ১০ মিঃ পার সেকেন্ড। এবং প্রতিটা লিফট ডাবল ডেক করে তৈরি করা হয়েছে।
পিং অ্যান ফাইন্যান্স building টিতে আছে আরো অনেক কিছু। ভ্রমন এবং বিলাশিতার জন্য খুব সুন্দর একটি জায়গা। এখানে আছে চায়নার সব থেকে নামিদামি হোটেল, রেস্টুরেন্ট,আবাসিক এপার্টমেন্ট।
পিং অ্যান ফাইন্যান্স সেন্টার সম্পর্কে আরো কিছু নতুন তথ্য জানতে চাইলে পোস্ট এর নিচে কমেন্ট করুন।