মার্দেকা ১১৮ এই বিল্ডিং টি পৃথিবীর দ্বিতীয় বৃহৎ একটি উপস্থাপনা। যাকে বুর্জ খলিফার পরের স্থান দেওয়া হয়েছে। এই বিল্ডিং টির নির্মাণ কাজ শুরু করা হয় ২০১৪ সালে, কিন্তু এর নির্মাণ কাজ এর আনুষ্ঠানিক উৎযাপন করা হয় ২০১৬ সালে।
মার্দেকা ১১৮ এই বিল্ডিং টির নির্মাণ কাজ শেষ হয়েছিলো ২০২২ সালে। টানা ৯ বছর ধরে চলছিলো এই মার্দেকা ১১৮ এই বিল্ডিং এর কাজ। মার্দেকা ১১৮ এর মালিক এর নাম – PNB merdeka ventures sdn bhd ( Aziz bin tengku mahmud – আজিজ বিন তেংকু মাহমুদ।
এই ভবন টিকে বলা হয় দক্ষিন পূর্ব -এশিয়ার সবচেয়ে উচু স্থাপনা। আপনারা হয়তো ধারনারও করতে পারবেন নাহ এই বিল্ডিং এর নানা ইতিহাস শুনলে চমকে উঠবেন, তো চলুন কিছু ধারনা জেনে নেই।
১। মার্দেকা ১১৮ এই নাম করণ এই জন্য, কারন এই বিল্ডিং টি ১১৮ তলা আর এই জন্য মার্দেকা নাম এর পরে ১১৮ লেখা হয়েছে।
২।( Merdeka ) বা মার্দেকা এই নাম টি মালয় ভাষা, যার অর্থ স্বাধীনতার -প্রতিকের অর্থ কারন মালয়েশিয়ার স্বাধীনতা দিবস এর দিনের নামের সাথে এই বিল্ডিং এর নাম করন করা হয়েছে।
৩। মার্দেকা বিল্ডিং এর ২০২৪ সালের বর্তমান উচ্চতা ( ৬৭৮.৯ মিটার ) বা ২২২৭.৩৬ ফুট। যা দক্ষিণ – পূর্ব এশিয়ার সর্বোচ্চ উচু বিল্ডিং।
৪। আর একটি আকর্ষণীয় বিষয় হলো মার্দেকা এই বিল্ডিং এর ( ৫ তলা ) মাটির নিচে।
মার্দেকা ১১৮ এর অবস্থান কোথায় ?
জালান হাং জেবাত, পেটালিং স্ট্রিট কুয়ালালামপুর মালয়েশিয়া।
আর একটি বিষয় আপনারা মালয়েশিয়া গেলে অবশ্যই এর নাম ভালো করে জেনে নিবেন, কারন মার্দেকা ১১৮ এই বিল্ডিং এর নাম অনেক ধাপে ধাপে পরিবর্তন করা হয়েছে।
-বর্তমান মার্দেকা ১১৮ এর নাম – কে এল ১১৮ ( k L 118 )
heritage of independence – hyatt park kuala lumpur
মার্দেকা ১১৮ এর অনেক বিকল্প নাম আছে যেমনঃ
1. PNB 118
2. Merdeka PNB 118
3. Merdeka tower
মালয়েশিয়াতে এই বিল্ডিং এর নামে এক বিশেষ দিন উৎযাপন করে থাকে সবাই যার নাম -malaysia’s merdeka day কারন এমন একটি দেশে এত বড় বিল্ডিং উপস্থাপন করায় সবাই এই দিন এবং পৃথিবীর কাছে এক ধরনের আকর্ষণীয় উপস্থাপনা হিসেবে জানাতে চায়। এটি শুধু একটি বিল্ডিং না এটি হাজার হাজার মানুষ দের সপ্নের শহর। যাকে ঘিরে তৈরি হয়েছে একটি সুন্দর মডেল শহর।
পটভূমিঃ
মার্দেকা ১১৮ এই বিল্ডিং টি পুরো এলাকাকে একটি মডেল এলাকার অর্থায়নে PNB বা permodalan nasional berhad কাজ করেছে। আর এই উন্নয়নের বাজেট ছিল ( RM5 বিলিয়ন ) ২০২২ সালে এই মার্দেক ১১৮ এর কাজ শেষ হয়ে এখন পর্যন্ত মালয়েশিয়ার সবচেয়ে উঁচু এবং vip বিল্ডিং। এর আয়তন হলো ৪,০০,০০০ চার লক্ষ বর্গমিটার ( ৪৩,০০,০০০ বর্গফুট ) এই আয়তন আবাসিক, হোটেল এবং আশেপাশের বাণিজ্যিক জায়গা নিয়ে এটি পূর্ণ গঠিত হয়েছে। ভবনটিতে ১০০ তলা পর্যন্ত ভাড়া দেওয়া যাবে। যার মধ্যে ৮৩ তলা অফিস স্পেস, ১২ তলা দেওয়া হবে হোটেল বা রেস্টুরেন্ট আর ৫ তলা থাকবে আবাসিক বা আবাসন হিসেবে। এবং ৮০ তলার ভিতর ৬০ টি ফ্লোর হবে প্রকল্পের বিকাশকারি (NDP ) অফিস কার্যালয়, আর বাকি ফ্লোর গুলো থাকবে পর্যটক দের জন্য। এবং এর মধ্যে থাকবে ডিজিটাল পার্ক। বিল্ডিং টি সমুদ্র পৃষ্ট থেকে ৭০০ মিটার উঁচু তা অনুমান করা যায়।
মার্দেকা ১১৮ এই বিল্ডিং এর ডিজাইন বা রুপ দেওয়া হয়েছে হিরার মত করে, কারন মালায়শিয়ার মানুষদের বৈচিত্র কে হিরার মত বোঝায় আর এই জন্য বিল্ডিং টির ডিজাইন এমন করছে। বিল্ডিং টির রাতের বেলায় ৮,৪ কিলোমিটার LED লাইট স্ট্রিপ দিয়ে সজ্জিত যা রাতের বেলায় আলোকিত করে, এবং এই আলো ধিরে ধিরে এক কোণ থেকে অন্য কোণে যায়। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হলো বুর্জ খলিফা যা দুবাই এ অবস্থিত। আর মার্দেকা হলো পৃথিবীর দ্বিতীয় উচু বিল্ডিং হিসেবে বিশ্ব রেকর্ড করে। মার্দেকা ১১৮ একবার হলেও আপনার দেখতে যাওয়া উচিত, আর এরকম আরো আকর্ষণীয় বিষয় জানতে হলে আমাদের সাথেই থাকুন এবং comment করে বলুন। ধন্যবাদ।