আমরা হয়তো অনেক ধরণের বিল্ডিং বা ভবন দেখেছি তার মধ্যে এই বিল্ডিং সব চাইতে আলাদা। এই বিল্ডিং টির নাম হলো লাখতা সেন্টার এটা একটি আধুনিক এবং এক ধরনের মাইল ফলক উঁচু বিল্ডিং যার মধ্যে আছে নানা ধরনের কাজের জায়গা। আমরা বিল্ডিং সম্পর্কে সকল কিছু ধারনা নিবো এবং এই বিল্ডিং টি কিভাবে এতো জনপ্রিয় হলো বা এর অবাক করা ডিজাইন সম্পর্কে জানবো।
Lakhta Center রাশিয়ার একটি সবচাইতে উঁচু ভবন। ভবন টি রাশিয়ার ফেডারেল শহরের লখতা এলাকায় এর নির্মাণ করা হয়। এলাকা টি খুব জনবহুল একটি এলাকা হয়ার কারনে যেহেতু বিল্ডিং টি সবচাইতে উচু তাই এর নাম করন করা হয়েছে এলাকার বা শহরের নামানুসারে লাখতা সেন্টার।
বিল্ডিং টির নির্মাণ কাজ শুরু করা হয়েছিলো ২০১২ সালে এবং এর কাজ শেষ করা হয় ২০১৮ সালে এবং বিল্ডিং টি জনসাধারণ এর জন্য বা সকল কাজ এর জন্য ২০১৯ সালে খুলে দেওয়া হয়। বিল্ডিং টি রাশিয়ার সবচাইতে উচু বিল্ডিং এর মধ্যে তৈরি করা হয়েছে ৮৭ টি তলা। লাখতা সেন্টার এর উচ্চতা ৪৬২ মিটার যা ১৫১৬ ফুট উচু। লাখতা সেন্টার বিল্ডিং তার দিজাইন এর জন্য অনেক জনপ্রিয় যেখানে বিল্ডিং টি ৮৭ তলা উচু হওয়ার কারনে বিশ্বের মধ্যে ১৬ তম বিল্ডিং। বিল্ডিং টি ইউরোপের মধ্যে দ্বিতীয় তম উচু বিল্ডিং হিসেবে ধরা হয় প্রথম তম বিল্ডিং টি হলো ওস্থানকিনো টায়ার। এই ভবন টি আপনি সব ধরনের উচু ইমারতের সাথে তুলনা করতে পারবেন না কারন অন্য ভবন গুলো সব ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই Lakhta Center বিল্ডিং শুধু ব্যবসার কাজে ব্যবহার হয়ে থাকে।
Lakhta Center টি সব চাইতে ব্যবহার করা হয়ে থাকে ‘গাজপ্রম’ কোম্পানি এর কাজে যেখানে এই বিল্ডিং টির প্রধান কার্যালয়। বিল্ডিং টি তৈরি করা হয়েছে খুব সুন্দর এবং মজবুত করে এখানে বিল্ডিং টির ডিজাইন গোল এবং উপরে সরু করার কারন সেখানে আবহাওয়ার এবং পরিবেশের সাথে তাল মিলিয়ে। বিল্ডিং টি তৈরি করতে সকল বিল্ডিং এর চাইতে বেশি টাকা খরচ করা হয়েছে এর পরিমাণ প্রায় ১.৭৭ বিলিওন মার্কিন ডলার। কারন বিল্ডিং টিকে সবচাইতে আধুনিক ভাবে তৈরি করা হয়েছে এবং এর ভেতরের সকল কিছু খুব দামি এবং আলাদা ডিজাইন এর জন্য এতো টাকা খরচ করা হয়েছে। বিল্ডিং টির মধ্যে দেশের সব চাইতে আধুনিক এবং দ্রুতগামী লিফট ব্যবহার করা হয়েছে, প্রায় সব সময় ৪০ টি লিফট ব্যবহার করা হয়।
Lakhta Center বিল্ডিং টির মধ্যে নানা ধরনের কাজ হয়ে থাকে এর মধ্যে ‘গাজপ্রম’ কোম্পানি তাদের প্রধান কার্যালয় এর জন্য বিশাল জায়গা ব্যবহার করে থাকে। এর মধ্যে আছে অফিস স্পেস, মিটিং করার জন্য বিশাল কনফারেন্স হল, রেস্টুরেন্ট, ক্যাফে, জিম, এবং পর্যটক দের বা সবার জন্য পর্যবেক্ষণ ডেক আরো অনেক কিছু।এর মধ্যে বিল্ডিং টির নির্মাতা সাধারণ মানুষ এবং সকল ধরনের মানুষের জন্য Lakhta Center নিচে একটি বড় পাবলিক প্লাজা নির্মাণ করেছে। এর জন্য শহরের সকল মানুষের মন জয় করে নিয়েছে। বিল্ডিং টির অফিস স্পে খুব আধুনিক এবং উন্নত করে তৈরি করেছে যেখানে এক সাথে অনেক কর্মী কাজ করতে পারবে, এবং অফিস এর সকল ধরনের মিটিং আয়োজন করার জন্য বিশাল কনফারেন্স হল। বিল্ডিং টির ভেতরে রয়েছে সব চাইতে উন্নত মানের রেস্টুরেন্ট যেখানে আপনি পাবেন নানা ধরনের আধুনিক এবং সুন্দর খাবার। বিল্ডিং টির নিচে আছে বড় গ্যারেজ যেখানে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। Lakhta Center এর মধ্যে আছে ক্যাফে যেখানে আপনি নানা ধরনের কফি থেকে শুরু করে আপনার অবসর সময় পার করতে পারবেন। এ ছাড়াও আপনি চাইলে বিল্ডিং এর ভেতরে জিম করতে পারবেন বিল্ডিং এর কিছু তলা জিম করার জন্য তৈরি করা হয়েছে। বিল্ডিং এর উপরে তৈরি করা হয়েছে পর্যটক দের জন্য পর্যবেক্ষণ ডেক যেখান থেকে আপনি দেখতে পাবেন পুরো ফেডারেল শহর। সেখানে পাবেন বিনোদনের জন্য নানা কিছু। এই বিল্ডিং এর মধ্যে থাকার জন্য কোন ধরনের আবাসিক হোটেল তৈরি করা হয় নি, কারণ গাজপ্রম কোম্পানি এর সকল ধরনের কাজের জন্য এবং তাদের কোম্পানির মার্কেটিং থেকে শুরু করে অনেক কারন আছে এই বিল্ডিং তৈরি করার পেছনে।