সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিইয়াল সেন্টার হলো পৃথিবীর সকল উচু বিল্ডিং এর মধ্যে একটি, এই ভবন টি তৈরি করা হয়েছে চীনের সাংহাই পুদং শহরে। যা চায়নার এক অন্যতম আকাশ চুম্বী দালান। এই ভবন টি চায়নার এবং বিশ্বের মধ্যে ১২ তম উচু বিল্ডিং।
বিল্ডিং টির নির্মাণ কাজে অনেক কোম্পানি যৌথ উদ্যোগে কাজ করেছে যেমন পিডারসন ফক্স এর দ্বারা পরিকল্পনা করা। মরি বিল্ডিং এর মাধ্যমে সকল ধরণের কাজ সম্প্রসারিত করা হয়েছে। বিল্ডিং টির ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং হিসেবে সকল কাজ করেছে লেসলি ই রবার্টসন কোম্পানি। বিল্ডিং টি চায়নার মধ্যে ৩য় তম সর্বচ্চ উচু ভবন যা সরা বিশ্বের মধ্যে নাম করা বিল্ডিং। বিল্ডিং টির উচ্চতা ৪৯২ মিটার বা ১৬১৪ ফিট। ভবন টির নির্মাণ কাজ শুরু করা হয়েছে ১৯৯৭ সালে আর এই কাজ অবহত ছিলো যা শেষ করা হয়েছে ২০০৮ সালে। একই সালে বিল্ডিং টি জনসাধারণ এর জন্য খুলে দেওয়া হয়। বিল্ডিং টির নির্মাণ কাজের জন্য অনেক টাকা খরচ করা হয়েছে যার সব টুকু লেসলি ই রবার্টসন কোম্পানি বহন করেছে। এমন কি এই বিল্ডিং চায়নার মধ্যে অন্যতম আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। বিল্ডিং টির নির্মাণ কাজে খরচ করা হয়েছে ১.২ বিলিয়ন মার্কিন ডলার যা অন্য অন্য বড় বিল্ডিং এর খরচ এর সমান। বিল্ডিং টিতে রয়েছে অনেক ধরনের সুযোগ সুবিধা এবং আছে অনেক ধরনের সমারোহ। বিল্ডিং টিতে তৈরি করা হয়েছে অফিস, হোটেল, পার্ক, যাদুঘর, অবসারভিং ডেক, পার্কিং লট, কনফারেন্স হল এমন অনেক কিছু।
সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিইয়াল বিল্ডিং এর তলা সংখ্যা ১০১ টি এবং বিল্ডিং তির মাটির নিচে ৩ তলা তৈরি করা হয়েছে। বিল্ডিং টিতে বিশ্বের সবচাইতে দ্রুত গামি লিফট এর ব্যবস্থা করা হয়েছে এবং চলাচলের জন্য ৩৩ টি এলিভেটর দেওয়া হয়েছে এবং ৯১ টি লিফট আছে। যা আপনি বিশ্বের অন্য কোনো বিল্ডিং এ দেখতে পাবেন নাহ।
অফিসঃ সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিইয়াল বিল্ডিং এ সবচাইতে বড় অফিস স্পেছ তৈরি করা হয়েছে। এবং অফিস এর সবকিছু অত্যাধুনিক ভাবে সাজানো হয়েছে কর্মচারী দের জন্য সুন্দর জায়গা তৈরি করা হয়েছে, কর্মকর্তা দের জন্য আছে বিশাল মিটিং এর জায়গা।
হোটেলঃ Shanghai World Financial বিল্ডিং এ আছে অসংখ্য হোটেল স্পা এবং বিনোদন কেন্দ্র। ৭৯ থেকে ৯৩ তলা পর্যন্ত হোটেল রয়েছে এবং আছে অনেক বিলাসবহুল আবাসিক এপার্টমেন্ট যেখানে ১৭৪ টি এপার্টমেন্ট রয়েছে। হোটেল গুলোতে আপনি দেশি বিদেশী সব ধরণের খাবার পাবেন। এপার্টমেন্ট গুলো আছে সব ধরণের আপনি আপনার ইচ্ছা মতো বা চাহিদা মতো রেন্ট নিতে পারবেন। কিন্তু রুম নেওয়ার জন্য অবশ্যই আগে অনলাইনে বুকিং দিতে হবে। সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিইয়াল ওয়েবসাইটে তাদের হোটেল সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি হানিমুনের জন্য সাংহাই শহরে জান তাহলে সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিইয়াল বিল্ডিং আপনার জন্য খুব ভালো জায়গা হতে পারে।
পার্ক,যাদুঘরঃ Shanghai World Financial বিল্ডিং এর মধ্যে আছে বিশাল পার্ক যেখানে আপনি সময় কাটাতে পারবেন আছে নান ধরনের নিদর্শন। বাচ্চা দের জন্য আছে খেলা ধুলা করার জন্য প্লে গ্রাউন।
অবসারভিং ডেকঃ observation ডেক থেকে দেখতে পাবেন পুরো সাংহাই শহর। পর্যটক দের জন্য হতে পারে সুন্দর একটি জায়গা আর সেখানে আছে পর্যটক দের জন্য বিনোদন কেন্দ্র, বার, আরো অনেক কিছু।
পার্কিং লটঃ ভবন টিতে আছে বিশাল পার্কিং লট যেখানে আপনি আপনার গাড়ি রাখতে পারবেন, এমন কি আপনার যদি পোষা প্রাণী থাকে তাহলে তা রাখার জন্য সুন্দর আলাদা জায়গা তৈরি করা আছে।
কনফারেন্স হলঃ আপনার যেকোনো অনুষ্ঠান এর জন্য Shanghai World Financial হতে পারে সবচাইতে ভালো জায়গা। আপনি চাইলে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবেন কনফারেন্স হল খুব সুন্দর এবং বড় করে তৈরি করা হয়েছে। আপনি চাইলে অফিস এর যেকোনো ধরনের বড় প্রগ্রাম করতে পারবেন।
শপিং মলঃ সাংহাই ওয়ার্ল্ড ফাইন্যান্সিইয়াল সেন্টার বিল্ডিং এর নিচ তলায় আছে শহরের সবচাইতে বড় সপিং মল। যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় সকল কিছু কিনতে পারবেন।
এই সব বড় বিল্ডিং বা ভবন তৈরি করা হয়ে থাকে একটি শহরকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য। এবং এই সব বিল্ডিং তৈরির জন্য মানুষ দের জন্য খুব উপকারী কারন চাইলেই সব কিছু পাওয়া যাচ্ছে। ভ্রমণ করার জন্য এই সব বিল্ডিং খুব ভালো একটি জায়গা।