বিশ্বের মধ্যে অনেক ধরনের বিল্ডিং বা উঁচু টাওয়ার আছে। এর মধ্যে অনেক টাওয়ার আছে যা বিশ্বের কাছে এক অন্নতম প্রতীক হিসেবে পরিচিত হয়েছে। এই পোস্ট এর মাধ্যমে আপনারা জানতে পারবেন সিএন টাওয়ার সম্পর্কে। সিএন টাওয়ার টি বিশ্বের অন্নতম উচু টাওয়ার গুলোর মধ্যে একটি। এই আকাশ ছোঁয়া সিএন টাওয়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো।
সিএন এর ঠিকানাঃ
সিএন টাওয়ার নির্মাণ করা হয়েছে কানাডার টরেন্টো শহরে। এই টাওয়ার এর মাধ্যমে পরিবর্তন হয়েছে টরেন্টো শহরের মানুষের জীবনধারার মান। টরেন্টো কে পরিচয় করিয়েছে সারা বিশ্বের কাছে।
CN Tower এর উচ্চতা এবং নির্মাণঃ
- সিএন টাওয়ার কে বলা হয় পৃথিবীর মধ্যে সবচাইতে উচু আকাশ চুম্বী টাওয়ার। এর উচ্চতা মোট ৫৫৩ মিটার যা ১৮১৫ ফিট উচু। তবে ২০২৪ সালে এসে পৃথিবীতে অনেক উচু বিল্ডিং থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সাথে অনেক উচু টাওয়ার নির্মাণ হয়েছে। তবে সিএন টাওয়ার ১৯৭৬ সালে ছিলো বিশ্বের মধ্যে সবচাইতে উচু আকাশ চুম্বী টাওয়ার।
- সিএন টাওয়ার এর নির্মাণ কাজ শুরু করা হয়েছিলো ১৯৭৩ সালে। তবে খুব তাড়াতাড়ি এই টাওয়ার এর কাজ শেষ করা হয় ১৯৭৬ সালে। সিএন টাওয়ার তৈরি করতে সর্ব মোট খরচ করা হয়েছিলো ৬৩ মিলিয়ন কানাডিয়ান ডলার।
সিএন টাওয়ার এর নামকরন এর কিছু তথ্যঃ
সিএন টাওয়ার তৈরি করা হয়েছে কিছু কারনে। তার মধ্যে এই টাওয়ার দিয়ে যোগাযোগ মাধ্যম এর কাজ করা এবং একটি পর্যবেক্ষণ টাওয়ার হসেবে কাজ করবে। সিএন এর মানে হলো(CN-Canadian National) এই নামটি রেলওয়ে কোম্পানির নামে রাখা হয়েছে। এই পর থেকে এর নাম পরিবর্তন করা হয়নি। সারা বিশ্বের কাছে সিএন নামে পরিচিত।
সিএন টাওয়ার এর ব্যবহার এবং আকর্ষণীয় জায়গাঃ
- প্রতি বছর হাজার হাজার পর্যটক সিএন টাওয়ার দেখতে আসে। টাওয়ার এর মধ্যে পর্যটক এবং জনসাধারণ দের জন্য তৈরি করা হয়েছে একাধিক পর্যবেক্ষণ ডেক। যেখান থেকে সারা টরেন্টো শহর উপভোগ করা যাবে। এমন কি আশেপাশের এলাকা সহ দেখা যায়।
- সিএন টাওয়ার এর উপরে অন্যতম একটি আকর্ষণ আছে। EdgeWalk যেখান থেকে আপনি পর্যবেক্ষণ ডেক এর বাহিরে হাঁটতে পারবেন। তবে এখানে যারা সাহসী পর্যটক দের জন্য বাহিরে দেখার ব্যবস্থা করা হয়েছে। তবে চাইলে আপনিও এই EdgeWalk উপভোগ করতে পারবেন। সেখানে সিকিউরিটি এবং সেফটি এর ব্যবস্থা আছে। আপনিও টাওয়ার এর বাহিরে হাঁটতে পারবেন।
- সিএন টাওয়ার এর মধ্যে আপনি আধুনিক মানের রেস্টুরেন্ট দেখতে পারবেন। যে রেস্টুরেন্ট এর নাম (306 restaurant) এখানে আপনি সকল ধরনের খাবার পাবেন। এই রেস্টুরেন্টে আপনি শহরের দৃশ্য উপভোগ এর মাধ্যমে খাবার খেতে পারবেন। এই রেস্টুরেন্ট টি চারিদিকে গোল করে তৈরি করা হয়েছে। সিএন টাওয়ার এর উপরে যে গোলআকৃতি দেখা যায় ওইটা ৩৬০ রেস্টুরেন্ট।
- টাওয়ার টির ভেতরে একটি কাঁচের তলা। যেখান থেকে আপনি টাওয়ারের নিচের সব কিছু দেখতে পারবেন। এই জায়গা টি পর্যটক দের জন্য খুব জনপ্রিও।
প্রযুক্তি নিয়ে কিছু তথ্যঃ
সিএন টাওয়ার টি ডিজাইন খুব আধুনিক। এর ডিজাইন এর মধ্যে আছে অনেক আধুনিকতা। টাওয়ার টি তৈরি করা হয়েছে খুব সরু করে এবং এর মধ্যে আছে লিফট এর ব্যবস্থা। এই রকম ডিজাইনে আছে শক্তিশালী বাতাস মোকাবেলা করার মতো ডিজাইন।এর সাথে এমন ডিজাইন এর মাধ্যমে প্রবল ভূমিকম্পে কোন ক্ষতির সম্ভাবনা নেই। সিএন টাওয়ার এর উপরে আছে বিশাল এন্টেনা যার মাধ্যমে সকল ধরনের নেটওয়ার্ক কন্ট্রোল করা হয়। সিএন টাওয়ার এর সকল ধরনের কার্যক্রম এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর স্থান পেয়েছে।
সিএন টাওয়ার এর অনেক ধরনের বিনোদন মূলক ব্যবস্থা আছে। এর মধ্যে সিএন টাওয়ারে প্রতি রাতে আলোকসজ্জায় আলোকিত করা হয়। সকল ধরনের উৎসবে সারা শহর সিএন টাওয়ার এর আলোতে আলোকিত হয়।
এমন অনেক কিছু জানার আছে সিএন টাওয়ার নিয়ে। এই টাওয়ার কানাডার প্রযুক্তি কে করেছে অনেক উন্নত। হাজার হাজার পর্যটক দের জন্য করেছে সুন্দর একটি পর্যটন কেন্দ্র। এই ধরনের পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আপনার অনুভুতি জানান। আপনার পছন্দের বিল্ডিং, টাওয়ার বা অন্য কিছু সম্পর্কে জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে বলুন। ধন্যবাদ।