গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টি চিনের গুয়াংঝো সিটি তে নির্মাণ করা হয়েছে যা চিনের তৃতীয় উচু ভবন। এবং গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টি বিশ্বের মধ্যে অষ্টম উচ্চতম বিল্ডিং। পৃথিবীর মধ্যে অন্য কোনো জায়গায় বা দেশে একসাথে তিনটি আকাশচুম্বী ভবন নাই যে গুলো বিশ্বের শীর্ষ বিল্ডিং এর তালিকায় আছে। একমাত্র এই সব রেকর্ড টপকানো সম্ভব চীন কে দিয়ে,কারন চীনের কাছে আছে পৃথিবীর সকল আধুনিক প্রযুক্তি। বিল্ডিং টির তিনটি নাম আছে জার মধ্যে ( গুয়াংঝো টুইন টাওয়ার ২ ) এই নাম টি বিকল্প নাম হিসেবে রাখা হয়েছে। তবে বিল্ডিং টির নাম গুয়াংঝো ইস্ট টাওয়ার এবং ( চৌ তাই ফুক সেন্টার )। গুয়াংঝো সিটিএফ টাওয়ার এর ঠিকানা হলো-গুয়াংঝো ইস্ট রোড, গুয়াংঝো নিউ টাউন, তাইয়ানহে জেলা,গুয়াংঝো, গুয়াংডং চাইনা। ভবন টির কাজ শুরু হয় ২০১০ সালে এবং বিল্ডিং টির কাজ এক টানা হয়েছিলো, বিল্ডিং টির কাজ শেষ হয়েছিলো ২০১৬ সালে এবং তখনি জনসাধারণ এর জন্য খুলে দেওয়া হয়।
গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টির মোট তলা হলো ১১১ টি যার মধ্যে ৫ তলা মাটির নিচে। ভবন টির উচ্চতা ৫৩০ মিটার বা ( ১,৭৩৯ ফুট ) ভবন টি নির্মাণ করতে ( ১.৫ বিলিয়ন মার্কিন ডলার )খরচ হয়েছে।
গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টি তৈরি করা হয়েছে অতি আধুনিক ভাবে। আধুনিক প্রযুক্তি ব্যাবহার এবং দেশে একমাত্র সুদর্শন মডেল টাওয়ার উপস্থাপনা করার জন্য বিল্ডিং টির বাজেট বৃদ্ধি করা হয়েছে।
গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টি তৈরি করা হয়েছে শহরের প্রাণ কেন্দ্রে যা শহরের বাণিজ্যিক এলাকা। গুয়াংজু ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার এবং গুয়াংঝো সিটিএফ বিল্ডিং এর মধ্যে দূরত্ব খুব কম, দুইটি বিল্ডিং এবং শহরের আরো কিছু বিল্ডিং তাদের বেশিরভাগ কাজ মাটির নিচে করে থাকে যেমন, গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টির ৫ তলা শুধু মাটির নিচে তৈরি করা হয়েছে। যেখানে আছে শপিংমল, অফিস, আবাসিক থাকার ব্যবস্থা, হোটেল এবং রেস্তোরাঁ। বাণিজ্যিক এলাকা টি এমন ভাবে তৈরি করা হয়েছে শহরের অর্ধেক কাজ মাটির নিচে করে থাকে, কাকে বলে মাটির নিছে শহর। বিশ্বের অন্য কোনো দেশে এই রকম শহর খুজে পাওয়া যাবে না যা শুধু চায়নাতে আছে। আরো একটি বিষয় মাটির নিচে শপিং মল এর নিছে আছে সাধারন জনগণ দের জন্য পাব্লিক পাবলিক ট্রান্সপোর্ট।
বিল্ডিং টিতে রয়েছেঃ
১। অফিস স্পেস যেখানে নানা ধরনের অফিসিয়াল কর্মচারী, কর্মকর্তা দের জন্য আধুনিক ভাবে তৈরি করা হয়েছে অফিস স্পেস।
২। রেস্তোরাঁ রয়েছে যা কমার্শিয়াল ভাবে সবার জন্য স্পেশাল সুব্যবস্থা।
৩। হোটেল যা বিলাশ বহুল এবং পর্যটক দের বা ভ্রমনকারিদের জন্য সব সময় আছে স্পেশাল খওয়ার ব্যবস্থা সাথে বিনোদন এর সমারোহ।
৪। সপিং মল যা শহরের সবচেয়ে বড় মল যেখানে আপনি ব্র্যান্ডের সব কিছু থেকে শুরু করে যেকোনো সো রুম দেখতে পাবেন।
৫। আছে যাতায়াত পরিবহনের বিশাল পার্কিং এর সুব্যবস্থা।
৬ । গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টিতে রয়েছে পৃথিবীর সবচাইতে দ্রুতগামি লিফট যা প্রতি ২১ সেকেন্ডে ৬৯ ফুট উঠতে পারে।
গুয়াংঝো চৌ তাই ফুক ফাইন্যান্স সেন্টার বিল্ডিং টীতে আপনি আরো সুযোগ সুবিধা পাবেন, আপনি চাইলে বিল্ডিং টিতে ব্যবসা করতে পারবেন, বিনোদন, আবাসিক, স্পা, এমন আরো অনেক কিছু। যারা পর্যটক হিসেবে গুয়াংঝো সিটিএফ বিল্ডিং টিতে যাবে তাদের জন্য আছে পর্যটক ডেক যেখান থেকে দেখা যাবে পুরো শহর। এবং আরো থাকবে স্পেশাল বার এর সুযোগ সুবিধা।
চায়নার সম্পর্কে আরো কিছু জানতে চাইলে পরের পোষ্ট গুলো দেখুন এবং কোন দেশে কতো বড় উচু দালান বা ভবন আছে জানুন। সকল বিষয় এর প্রতি আপনার মতামত আমাদের কমেন্ট এর মাধ্যমে বলুন।