পিসার হেলানো মিনার তৈরি করা হয়েছে ইতালির পিসা শহরে, এমন কি পিসা প্রদেশের একটি একটি গুরুত্বপূর্ণ এবং পর্যটক কেন্দ্র হিসেবে ধরা হয় পিসা টাওয়ার কে। এই টাওয়ার টি নির্মাণ করা হয়েছিলো সুধু ঘণ্টা বাজানোর জন্য। এই পিসা টাওয়ার এক পাশ হেলে থাকার কারনে সারা বিশ্বে খুব জনপ্রিয় একটি জায়গা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এমন কি এই টাওয়ার এক দিকে হেলে থাকার কারনে এর নাম করন করা হয় পিসার হেলানো মিনার। এই মিনার এর কাজ শুরু করা হয়েছিলো ১১৭৩ সনে এবং এর কাজ শেষ করা হয় ১৩৭২ সনে। এতো সময় লাগার কারন হলো তখন ইতালিতে মাঝে মাঝেই যুদ্ধ লেগে থাকতো, যারা তখন কার শাসক ছিল তাদের সময়ে কেও সম্পূর্ণ ভাবে মিনার তৈরি করতে পারে নি যুগের পর যুগ ধরে কাজ করার পর এই টাওয়ার তৈরি করা হয়েছে। টাওয়ার টির উচ্চতা ৫৫.৮৬ মিটার বা ১৮৩ ফুট।
পিসার হেলানো মিনার নির্মাণ কাজের শুরু থেকেই এক দিকে হেলে যেতে শুরু করে। বর্তমান সময়ে এই টাওয়ার টিকে রক্ষা করার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছিলো। হেলে পরা রক্ষা করার জন্য অনেক ভাবে চেষ্টা করার পর তা রোধ করা গেছে। ২১ বছর ধরে টাওয়ার এর চার পার্শে অস্থায়ী ভাবে কিছু মাচা তৈরি করা হয়েছিলো। সেই মাচা গুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়েছিলো। সর্ব শেষ মাচা সরানো হয় ২০১১ সালে এর পরে টাওয়ার টি ঠিক ভাবে দেখা যায়। এই মিনার উচ্চতায় ৮ তলা বিল্ডিং এর সমান এর ওজন পরিমাপ করা হয়েছে প্রায় ১৪৫০০ টন। বর্তমানে টাওয়ার টি ৩.৯৯ ডিগ্রী কোনে হেলে আছে যা ভূমিকম্পে কোনো বড় ক্ষতির আশঙ্কা নেই। টাওয়ার আছে মোট ২৯৪ টি সিঁড়ি যা সব সময় খোলা থাকে। ১১৭৮ সালের পর থেকে যখন প্রায় মিনার টির কিছু কাজ সম্পূর্ণ হয়েছে তখন থেকেই মিনার টি এক দিকে হেলতে শুরু করে। নরম মাটিতে মিনার টি তৈরি করার জন্য এমন হয়েছে, তবে মিনার নির্মাণ করার সময় মাটির ৩ মিতার গভীরতা থেকে শুরু করে এই কাজ, সবাই আশঙ্কা করেন যদি মিটার টি মাতির আরো বেশি গভীরতা থেকে শুরু করতো তাহলে হয়তো মিনার টি হেলে পড়তো না। তবে গবেষকরা আশঙ্কা করেছেন এই মিনার টির নকাশার কারনেও হেলে পরতে পারে।
তবে মিনার টি দেশ বিদেশে জনপ্রিয় হওয়ার কারনে হাজার হাজার মানুষ প্রতি বছর ঘুরতে আসে। আর এখানে দেখার মতো অনেক কিছু আছে কেও কেও মিনার টির ঘণ্টা আওয়াজ শোনার জন্য এসে থাকেন। ইতালির একটি বড় ও সুন্দরতম ভ্রমণ পর্যটক কেন্দ্র হিসেবে ধরা হয়ে থাকে। আপনি যদি কখনো পিসার হেলানো মিনার দেখতে আসেন আপনি সব চাইতে ভালো একটি সময় পার করতে পারবেন। আপনি এখানে অনেক কিছু দেখতে পারবেন পুড়নো অনেক নিদর্শন দেখতে পারবেন। এমন কি মিনার টির ডিজাইন খুব সুন্দর ভাবে করা হয়েছে, সেখানে আপনি দেখতে পারবেন অনেক ধরনের চিত্র। এমন কি আপনি যদি মিনার টির উপরে উঠতে পারেন আপনি সরা পিসা শহর উপভোগ করতে পারবেন। এবং মিনার টিতে দেখতে পাবেন এক বিশাল ঘণ্টা। আর আপনার ভ্রমণ করার জন্য পাবেন সারা পিসা শহর, ইতালির সরকার পিসা টাওয়ার কে একটি পর্যটন এলাকা হসেবে ঘোষণা করেছেন। আপনি যদি কখনো ঘুরতে জান তাহলে আপনি থাকার জন্য পাবেন অনেক সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল। যেহেতু এটি একটি পর্যটক এলাকা আপনি সব সময় গেলে আপনাকে কিছু কিছু সমস্যার মুখে পরতে হবে, যখন ভ্রমণ করার সময় তখন সব জিনিসের দাম চরা থাকে।
২য় যুদ্ধের সময় যখন জার্মান সেনারা মিনার টির কাছে অবস্থান করে। তখন মার্কিন সেনার আকজন সার্জন মিনার টির ডিজাইন এবং শিল্পীর কাজ দেখে তার কাছে ভালো লেগে যায়। আর তখন তিনি মিনার টি ধ্বংস করতে মানা করে দেন। আর এই ভাবেই তখন থেকে মিনার টি ধ্বংস থেকে বেচে যায়। তবে মিনার টি তৈরি করা হয়েছে মানুষের কাছে একটি ভ্রমণ কেন্দ্র বানানোর জন্য। তবে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ইতালিতে ঘুরতে জেতে পারেন, এর জন্য অবশ্যই স্থানীয় সরকারের থেকে চুক্তি বোধ্য এবং আনুমতি নিতে হবে। এই রকম আরো সুন্দর পর্যটন স্থান সম্পর্কে জানতে অন্য অন্য পোষ্ট গুলো ফলো করুন।