আবরাজুল বাইত টাওয়ার্স বা ইংরেজিতে ( Royal Clock Tower ) এছাড়াও সৌদি আরবের সরকারের মালিক বিহিন একটি অবকাঠামো। আর কিছু পুরনো তথ্য এই টাওয়ার টির আরো একটি অংশ হলো ( রাজা আব্দুল আজিজ ) বিল্ডিং টির অনেক গুলো বিশ্ব রেকর্ড রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো – বিশ্বের সবচেয়ে লম্বা ঘড়ির টাওয়ার , বিশ্বের বৃহৎম ঘড়ি মুখ। আবরাজুল বাইত ১০১২ সালে তাইওয়ানের তাইপ ১০১ কে টপকিয়ে বিশ্বের প্রথম সর্বোচ্চ বিল্ডিং বা ভবন হয়ে উঠে এবং বর্তমানে যা বিশ্বের চতুর্থ তম অবকাঠামো বা ভবন। ভবন টি হলো বিশ্বের বৃহৎম মসজিদ এবং ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আল হারাম থেকে মাত্র কয়এক মিটার দূরে। মক্কার ক্বাবা শরিফ এর থেকে একটু দুরেই আবরাজুল বাইত অবস্থিত, যা সৌদি – আরবের মধ্যে সবচেয়ে উচু বিল্ডিং। আবরাজুল বাইত বিল্ডিং তৈরি তে কাজ করেছেন সৌদির বিনলাদিন গ্রুপ যা কিংডমের সর্ব বৃহৎ নির্মাণ কোম্পানি। বিল্ডিং টি আইয়াদ ভবন ধ্বংসের পর নির্মাণ হয়েছিলো। ১৮শতকের একটি অন্যতম ভবন জা গ্র্যান্ড মসজিদ থেকে দেখা যেতো, সেই সময়ের সবচেয়ে উচু বিল্ডিং।
আবরাজুল বাইত ভবন টির নির্মাণ কাজ শুরু হয় ২০০৪ সালে। এবং তা শেষ হয় ২০১২ সালে। ১২০তলা উচ্চতা নিয়ে সৌদি আরবের সবচেয়ে উচু ভবন। ভবন টিতে রয়েছে হোটেল, আবাশিক হোটেল, শপিং মল, বিল্ডিং টি ব্যাবহার করা হয় নানা কাজে, মিশ্র ব্যাবহারে বিল্ডিং টি সব সময় খোলা এর মানুষ এর কাছে খুব জনপ্রিয়।
ভবন বা আবরাজুল বাইত এ যদি আপনি থাকতে চান তাহলে আপনাকে যা করতে হবে। আপনি খুব সহজেই মক্কা রয়েল ক্লক টাওয়ার রুম ভাড়া নিতে পারবেন। এখানে কয়টা বিষয় আছে যেমন অনেক রুম বা কক্ষ আছে যেখান থেকে পবিত্র হারাম শরিফ দেখা যায় না। আর আই সব রুম এর দাম কম হয়ে থাকে, তবে বেশি কম নাহ। কারন এটি একটি ৫ স্টার হোটেল। যেই রুম বা কক্ষ থেকে পবিত্র কাবা শরিফ দেখা যায় সেই রুম গুলোর দাম বেশি, ( আপনি ২৪ ঘণ্টার জন্য ভাড়া নিলে আপনাকে দিতে হবে ১৩৩৩ সৌদি রিয়েল যা বাংলা টাকায় হয় ( ৩৯,০২৪ টাকা ) এই রুম গুলো হবে টাওয়ার এর একদম উপর থেকে। যেখান থেকে আপনি ক্বাবা শরীফ খুব ভালো ভাবে দেখতে পারবেন। আপনি এক সপ্তাহর জন্য রুম ভাড়া নিলে আপনাকে দিতে হবে ৮০০০ সৌদি রিয়েল যা বাংলা টাকায় ( ২,৩৪,২০৬ টাকা। এখানে আপনি পাচ্ছেন তিনটা বেড রুম এমন একটা বেড রুম এবং জানালা যেখানে আপনি নামাজ পরলে আপনার সামনে থাকবে ক্বাবা শরীফ আপনি খুব ভালো ভাবেই অনুভব করতে পারবেন।
আবরাজুল বাইত এর সবচেয়ে উঁচু টাওয়ার ৬০১ মিটার ( ১,৯৭২ ফুট ) উচ্চতা নিয়ে সৌদি – আরবের মধ্যে সবচেয়ে উঁচু ভবন হিসেবে দাড়িয়ে আছে।
এছাড়াও সৌদি – আরবের আর কিছু বিল্ডিং এর তালিকাঃ
- জমজম টাওয়ার -যা ২৭৯ মিটার ( ৯১৫ ফুট ) ৫৮ তলা , জা তৈরি হয়েছে ২০১২ সালে।
- মাকাম ইব্রাহিম- বিল্ডিং যা ২৩২ মিটার ( ৭৬১ ফুট ) ৬১ তলা তৈরি হয়েছে ২০১২ সালে।
- কিবলা – যা ২৩২ মিটার ( ৭৬১ ফুট ) ৬১ তলা যা তৈরি হয়েছে ২০১২ সালে।
- সাফা – যা ২২০ মিটার ( ৭২০ ফুট ) ৪৬ তলা যা তৈরি হয়েছে ২০০৭ সালে।
- মারওয়াহ – যা ২২০ মিটার ( ৭২০ ফুট ) ৪৬ তলা যা তৈরি হয়েছে ২০০৮ সালে।
আপনি যদি কখনো মক্কা তে হজ, উমরা বা ভেকেশন এর জন্য যান, অবশ্যই ক্লক টাওয়ার থেকে ঘুরে আসবেন। আপনার জীবন এর সবচেয়ে ভালো মুহূর্ত হয়ে থাকবে। হোটেল টিতে আপনি দেশি বিদেশি সব ধরনের খাবার থেকে শুরু করে সপিং মাল সবকিছু আছে এই রয়েল ক্লক টাওয়ারে।