র্যাফেলস সিঙ্গাপুর হোটেল এক অভিনব উন্নত পাচ তারকা হোটেল। এর হোটেলের আছে নানা ধরণের বৈষম্য ও আধুনিকের ছোঁয়া। Raffles Hotel সিঙ্গাপুর এর একটি প্রাচীন এবং এক ঐতিহ্যবাহি জনপ্রিয় হোটেল। যেখানে এখন হয়েছে হাজার মানুষের ভ্রমণ এর আবাস স্থল। সারা বছর নানা দেশ থেকে অনেক মানুষ সিঙ্গাপুরে ঘুরতে আসে আর তাদের সব চাইতে সুন্দর মনোরম পরিবেশে থাকার জায়গা হলো র্যাফেলস হোটেল। হোটেল টির অনেক ইতিহাস আছে জার মধ্যে অল্প কিছু ধারণা দেওয়া হবে। এই হোটেল বিল্ডিং টিকে তৈরি করা হয়েছে বিলাসবহুল ভাবে, এখানে সকল নামি দামি মানুষের যাতায়াত সব চাইতে বেশি। হোটেল টি তার পরিবেশ এবং এর সকল ধরণের সুযোগ সুবিধা, সবচাইতে উন্নতমানের ভালো পরিষেবার জন্য সবার কাছে বিখ্যাত একটি হোটেল। র্যাফেলস হোটেল এর সম্পর্কে বিস্তারিত কিছু ধারনা এবং হোটেলটির মধ্যে কি কি আছে তার সকল কিছু জানবো।
Raffles Hotel এর ইতিহাসঃ হোটেল টিকে তৈরি করা হয়েছিলো ১৮৮৭ সালের দিকে, এখন পর্যন্ত হোটেল টির বয়স ১৩৭ বছর হয়ে গেছে এর মধ্যে অনেক বার বিল্ডিং টির ডিজাইন পরিবর্তন করা হয়েছে। আগে এই বিল্ডিং টি একটি সাধারণ বাংলো ছিলো এখন আস্তে আস্তে তা একটি হোটেলে রূপান্তর করা হয়েছে। হোটেল টি সামনে থেকে দেখতে অনেক সুন্দর দেখা যায় এই ধরনের ডিজাইন এর হোটেল বর্তমানে অন্য কোথাও দেখা যাবে না। হোটেল টি সিঙ্গাপুরের ১ বিচ রোডে তৈরি করা হয়েছে যা চাঙ্গি বমানবন্দর থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে যেখানে আপনি খুব সহজেই জেতে পারবেন। Raffles হোটেল টিতে আপনি পাবেন সুন্দর রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, আবাসিক এপার্টমেন্ট, স্পা, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, ইভেন্ট এবং কনফারেন্স হল, আপনার গাড়ি রাখার জন্য পাবেন সুন্দর গ্যারেজ এর সুবিধা, বার আরো নানা কিছু।
১। রেস্টুরেন্ট এবং রেস্তোরাঁ Raffles হোটেলের মধ্যে আপনি পাবেন সকল ধরনের আধুনিক এবং দামি খাবার, এখানে আপনার পছন্দ মতো সকল ধরনের খাবার পাবেন। আর হোটেল টি যেহেতু পাঁচ তারকা তাই এখানে যে সকল সেফ কাজ করে তারা দেশের সব চাইতে প্রথম তালিকার সেফ।
২। Raffles Hotel এর মধ্যে আপনি পাবেন বিশাল ধরনের বার, যেখানে আপনি সকল ধরনের পানিও পাবেন। সেখানে আপনার জন্য থাকবে নানা ধরনের বিনোদন এর সুযোগ সুবিধা।
৩। স্পা এবং স্বাস্থ্যকেন্দ্র র্যাফেলস হোটেল এর সব চাইতে আরাম দায়ক জায়গা যেখানে আপনি পাবেন জিম করার জায়গা, স্পা যেখানে আপনার পছন্দ মতো পরিষেবা নিতে পারবেন এমন আরো নানা ধরনের পরিষেবা আছে।
৪। আপনি যদি Raffles Hotel এর মধ্যে আপনার বিয়ের আয়োজন করতে চান আপনি তার জন্য পাবেন বিশাল কনফারেন্স হল। এর মধ্যে আপনার সকল ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। এমন কি আপনার অফিস এর সকল ধরনের মিটিং এর সুন্দর আয়োজন করতে পারবেন।
৫। Raffles Hotel এর মধ্যে আপনি অনেক ধরনের আবাসিক এপার্টমেন্ট পাবেন। এই হোটেলে সর্ব মোট ১১৫ টি আবাসিক এপার্টমেন্ট আছে এর মধ্যে স্যুট বা ভি আই পি রুম আছে। এর মধ্যে যে স্যুট গুলো আছে সেই রুম গুলোকে সাজানো হয়েছে অনেক সুন্দর করে এর মধ্যে পুরনো কিছু ঐতিহ্যবাহী নিদর্শন এর সাথে বর্তমান আধুনিকতার সমন্বয়ে সাজানো হয়েছে। এখানে থাকতে হলে আপনাকে অনেক তাকা ব্যয় করতে হবে আর এখানে থাকার ভাগ্য সবার হয় না। এখানে বেশিরভাগ নামি দামি মানুষ থাকে।
এই রকম আরো অনেক ধরনের দামি এপার্টমেন্ট আছে সেই গুলো সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করুন। বিশ্বের সকল সুন্দর হোটেল সম্পর্কে জানতে পরের পোষ্ট গুলো পড়ুন।