আমরা অনেকেই নতুন বাড়ি তৈরি করার চিন্তা করে থাকি কিন্তু খুজে পাইনা আসলে কি ভাবে বাড়ি নির্মাণ করলে সুন্দর বা আকর্ষণীয় দেখা যাবে। সুধু একটা বাড়ি নির্মাণ করলেই যে তা আপনার মন জয় করবে তা না আসলে বাড়িটি দেখে মানুষ কি বলবে সেই দিকে চিন্তা করে আমরা অনেক বার বাড়ি নির্মাণ করার চিন্তা ছেড়ে দিয়ে থাকি। আপনি যত টাকাই খরচ করে থাকেন না কেনো আপনার নির্মাণ করা বাড়ি যদি সুন্দর না দেখা যায় তাহলে আপনার খরচ বৃথা ছাড়া কিছুই না। তাই এই পোস্ট এর মাধ্যমে আপনি একটি সুন্দর বাড়ি কিভাবে নির্মাণ করবেন তা জানতে পারবেন।
ছোট বাড়ির ডিজাইন বাড়ি হোক আর একটি বিল্ডিং হোক সর্ব প্রথম আপনাকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে তা হলো বাড়ি টি আপনি কোন রুপে বা ডিজাইনে তৈরি করবেন। আপনাকে আগে আপনার বাড়ির ডিজাইন এর দিকে খেয়াল রেখে বাড়ি নির্মাণ এর কাজ করতে হব। তবে আপনার জায়গা যদি ছোট হয়ে থাকে তাহলে আপনার জায়গার উপর ভিত্তি করে বাড়ির ডিজাইন নিশ্চিত করেতে হবে। বাড়ি বা বিল্ডিং তৈরির সময় আপনি কোন জায়গায় বা মাটিতে তৈরি করতে চাচ্ছেন তা দেখতে হবে। বাড়ি তৈরির সময় অবশ্যই আপনাকে উচু জায়গা নির্ধারণ করতে হবে যদি আপনি মাটি কেটে তার পর পরেই বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনি বড় ভুল করতে পারেন। কারন নতুন মাটিতে আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন কিন্তু কিছু দিন পর আপনার সমস্যা হতে পারে বাড়ির দেয়ালে ফাটল দেখা দিতে পারে, মেঝে ফেটে জেতে পারে আর এতে করে আপনি খুব ঝুঁকিতে থাকতে পারেন। বিল্ডিং তৈরির সময় আপনাকে অবশ্যই মাটি খুব ভালো ভাবে পরিক্ষা করে দেখতে হবে, মাতির স্তর গুলো শক্ত আছে কি না।
আপনি যদি একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই একটি সুন্দর ডিজাইন করতে হবে। উপরের যে বাড়িটি দেখছেন এই বাড়িটি একটি ছোট আধুনিক দুই বেডরুম এর বাড়ি। এই বাড়িটি নির্মাণ করার জন্য আপনার বেশি টাকা খরচ করতে হবে না। এটি একটি ডুপ্লেক্স বাড়ি এখানে খেয়াল করলে দেখতে পাবেন বাড়ি টি নির্মাণ করতে বেশি জায়গার প্রয়োজন হয় নি। এই বাড়িটি সুন্দর দেখার কারন হলো এখানে সবচাইতে যে বিষয় টির উপর খেয়াল রাখা হয়েছে তা হলো ডিজাইন। এই বাড়ি তৈরির জন্য আপনাকে প্রথমে হিসাব করে কলাম করতে হবে, এবং অবশ্যই যেহেতু এটি একটি ডুপ্লেক্স বাড়ি তাই আপনাকে দুই তলার ভিত্তি স্থাপন করতে হবে। এর পর আপনাকে খেয়াল রাখতে হবে উপরেরে তলার রুম নিচের তলার চাইতে ছোট হবে কারন উপরে বাড়ির সামনের দিকে বড় একটি বেল্কনি তৈরি করতে হবে। আর আপনি খেয়াল রাখবেন এখানে কোন প্রকারের কাঠের বা থাই জানালা লাগানো থেকে বিরত থাকবেন এতে করে আপনার বাড়ির সৌন্দর্য নষ্ট হতে পারে। আপনাকে ৫ মিলি কাঁচের জানালা বা পুরো বেল্কনি আপনি কাচ দিয়ে ঘিরতে পারেন এতে করে আপনার বাড়ি সুন্দর দেখা যাবে। উপরের ছবিতে যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন সেখানে বেশিরভাগ জায়গায় কাঁচ এর ব্যবহার করা হয়েছে এতে করে সব দিক থেকে বারি টি একটি বিলাসবহুল বাড়ির মতো দেখা যাচ্ছে।
ডুপ্লেক্স বাড়ি নির্মাণের সময় খেয়াল করবেন উপরের সাদে ওঠার মতো ব্যবস্থা যাতে থাকে কারন আপনি সেখানে অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে সেখানে একটি ছোট সুইমিং পুল তৈরি করতে পারেন বা আপনার বাড়ির সামনে যদি বড় জায়গা থাকে তাহলে সেখানেও একটি পুল তৈরি করতে পারবেন। সাদের উপর সবচাইতে যে বিষয় টি ভালো হবে তা হলো ফুলের বাগান বা আপনি যে কোন ছোট গাছ টপে লাগাতে পারেন তার সাথে সেখানে একটি মিটিং স্পোর্ট বানাতে পারেন, যেখানে আপনি সুন্দর সময় কাটানোর জায়গা পাবেন। এমন কি সাদের উপরে আপনি একটি দোলনা লাগাতে পারেন তাহলে বাড়িটি দেখতে আর বেশি সুন্দর দেখা যাবে। এই ধরনের বাড়ি সচারচর নিরিবিলি জায়গায় তৈরি করা হয়। শহর থেকে দূরে বা বনের ধারে এই সব জায়গায় বাড়ি গুলো আর বেশি সুন্দর দেখা জায়। বাড়ি নির্মাণের সময় আর একটি দিকে খেয়াল রাখতে হবে তা হলো আপনি কোন দিক করে বাড়ি নির্মাণ করবেন। অবশ্যই পূর্ব পচ্চিম দিক করে বাড়ি নির্মাণ করবেন এতে করে আপনার বাড়ি বড় ঝড় থেকে রক্ষা পাবে সব সময় আপনার বাড়ির উপর সূর্যের আলো পরবে।
এই পোস্ট এর মাধ্যমে আপনার বাড়ি তৈরির কিছু সাধারন ধারনা দেওয়া হলো। আর কিছু বিষয় সম্পর্কে জানতে পরের পোস্ট গুলো দেখুন।