আমরা অনেকেই আছি যারা সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাই কিন্তু কিছুতেই বুঝতে পারি না কোন ভাবে একটি বাড়ি নির্মাণ করলে ভালো হবে এবং তা সুন্দর দেখা যাবে। সব বিষয় নিয়ে আলোচনা করা হলো, আপনি জানতে পারবেন কি ভাবে একটি সুন্দর আকর্ষণীয় বাড়ি তৈরি করতে হয়। সব নিয়ম নিচে উল্লেখ করা হলো।
যেমন এই বাড়িটি তৈরি করতে চাইলে খুব সহজেই তা করা সম্ভব। আপনি যদি এমন একটি বাড়ি নির্মাণ করে চান তাহলে সর্ব প্রথম লাগবে জায়গা ৬০ শতাংশ জমি হলে এই বাড়িটি খুব সুন্দর ভাবে নির্মাণ করতে পারবেন। তবে জায়গা নির্ধারণ করার সময় খেয়াল করবেন আপনার জায়গা জেনো পূর্ব-পচ্চিম দিক থাকে, এর কারনে যা হবে আপনার বাড়িতে সকালের সূর্যের আলো পরবে এবং বাতাস আসবে সব সময়। এমন কি বিকেল বেলাতেও আপনি চাইলে আপনার বাড়ির পেছনে সুন্দর বিকেল উপভোগ করতে পারবেন। তবে এই দিকেও খেয়াল রাখতে হবে আপনি এই ধরনের বাড়ি নির্মাণ জায়গা থেকে আশেপাশের সব বাড়ি থেকে দূরত্ব থাকতে হবে। আপনার বাড়ির ২ কিলোমিটার পর্যন্ত কোনো বাড়ি না থাকলে সব চাইতে ভালো হয়, কারন এই সব বাড়ি মানুষ তার শখের জন্য নির্মাণ করে থাকে নির্জন জায়গায়। এই বাড়িটিতে রয়েছে ৪ টি বেডরুম, ২ টি কিচেন, একটি ডাইনিং স্পেছ, এবং দুইটি বাথরুম। আর ছোট একটি পরিবারের জন্য এমন একটি বাড়ি খুব সুন্দর এবং সবচাইতে ভালো হবে। এই বাড়ি নির্মাণ করতে আপনার খরচ হতে পারে ১৫ লক্ষ টাকা। আপনি চাইলে বাড়ির সামনে সুন্দর বাগান বা ফুলের বাগান করতে পারেন বা একটি ওয়াটার ফল তৈরি করতে পারেন। এমন কি আপনি বাড়ির সামনে গাড়ি রাখার জন্য কিছু জায়গা রাখতে পারেন।
এই রকম একটি ডুপ্লেক্স ছোট একটি বাড়ি নির্মাণ করতে পারবেন খুব অল্প খরচে। এই ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে চাইলে খুব কম জায়গা লাগবে, ৩০ শতাংশ জায়গা হলে খুব সহজেই এবং সুন্দর ভাবে বাড়ি টি নির্মাণ করতে পারবেন। বাড়ি টি নির্মাণ করার জন্য আপনাকে পূর্ব পচ্চিম ভাবে জায়গা নির্ধারণ করতে হবে তা ছাড়া বাড়ি তির সঠিক সুন্দর রুপ আসবে না। বাড়ি টি নির্মাণ করতে হবে চার বেডরুম করে থাকবে দুইটি বাথরুম, ডাইনিং স্পেচ, এবং ২ টি কিচেন। এমন কি নিচের তলাতে একটি গ্যারেজ থাকতে হবে, যেখানে আপনি গাড়ি রাখতে পারবেন এবং বড় অপ্রয়োজনীয় মালামাল রাখতে পারবেন। বাড়ি টি তৈরির সময় গ্রউন পিলার বেশি নিচে না দিলেও হবে কারন ছোট হিসেবে বাড়িটির সেই রকম ওজন থাকবে না, তাই আপনি স্বল্প খরচেই এমন ছোট ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করতে পারবেন। আপনার সুবিধার্থে বাড়ির সামনে সুন্দর বাগান সাজাতে পারবেন এবং ইট দিয়ে সুন্দর চিকন রাস্তা তৈরি করতে পারবেন এতে করে বাড়ি টি দেখতে আরো সুন্দর দেখাবে।
বাড়ি টি নির্মাণ করতে আপনার খরচ হতে পারে অর্ধ লাখ টাকা। আই সব ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করলে আপনার আরো সুবিধা হবে, আপনি বাড়ি বিক্রি করতে চাইলে খুব সহজেই বিক্রি করতে পারবেন কারন এই সব ডুপ্লেক্স বাড়ির ডিমান্ড সব সময় থাকে।
বাদামী ছাদ সহ অসমাপ্ত ছোট দুই তলার ইটের আবাসিক ঘর নির্মাণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনি যদি এমন একটি বাড়ি পেয়ে থাকেন বা ক্রয় করবেন তাহলে আপনার জন্য সুন্দর একটি সুযোগ। আপনি খুব অল্প সময়ে বাড়ি টির কাজ সম্পূর্ণ করতে পারবেন। এখানে রুম পাবেন সব মিলে ৮ টি এর মধ্যে ৬ তি বেডরুম আছে। ছবি দেখার জন্য একটি আলাদা রুম করা হয়েছে। আই সব বাড়ি গুলো দেখতে খুব সুন্দর দেখা যায়। এই ধরণের বাড়ি গুলোর দাম খুব বেশি হয়ে থাকলেও আপনি কাজ সম্পূর্ণ করতে পারলে খুব বেশি দামে বিক্রি করতে পারবেন। সব কিছু হিসাব করলে এই বাড়ি সম্পূর্ণ করলে খরচ হবে ১৫ লাখ টাকা। এই সব বাড়ির সামনে বাগান থাকলে বাড়ি টি আরো সুন্দর দেখা যাবে।
এমন আরো বাড়ি দেখতে চাইলে বা বাড়ি সম্পর্কে জানতে চাইলে আমাদের পরের পোস্ট গুলো পড়ুন।