The Peninsula Hotel Shanghai হোটেল টি চায়নার সাংহাই এ অবস্থিত একটি জনপ্রিয় হোটেল। চায়নার ভেতরে সবচাইতে সুন্দর এবং উন্নত জায়গা হলো সাংহাই। আপনি যদি চায়না নিয়ে চিন্তা করতে যান তাহলে সর্ব প্রথম যেই শহর টির নাম মাথায় আসবে তা হলো সাংহাই আর সেই জায়গার একটি ৫ তারকা বিশিষ্ট একটি হোটেল হলো পেনিনসুলা হোটেল সাংহাই, বুঝতে পেরেছেন যে এই হোটেল টি কতো টুকু সুন্দর এবং উন্নত হতে পারে তো চলুন জেনে নেওয়া যাক পেনিনসুলা হোটেল এর বৈশিষ্ট্য।
বিশ্বের মধ্যে অনেক বিলাসবহুল হোটেল আছে সব হোটেলের ব্যবস্থা একই, তবে এর মধ্যে কিছু ভিন্নতা আছে পেনিনসুলা হোটেল সাংহাই এর মধ্যে। এই হোটেল টি তার উন্নত, চমৎকার অবকাঠামো, উন্নতমানের সেবা, সুন্দর পরিবেশের জন্য বহুল বিখ্যাত একটি হোটেল। এই হোটেল টিতে আপনি পাবেন নানা ধরনের সুযোগ সুবিধা। নিনসুলা হোটেল সাংহাই এটি অনেক পুরনো হোটেল, যা ১৯২৮ সালে হংকং এ প্রতিষ্ঠা করা হয়ে ছিলো। এমন কি পেনিনসুলা হোটেল বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রতিষ্ঠান আছে।
রুম ও স্যুটঃ পেনিনসুলা হোটেল সাংহাই এর মধ্যে পাবেন নানা ধরনের রুম আবাসিক। আপনার চাহিদা মতো বিভিন্ন ধরনের রুম ভাড়া নিতে পারবেন। এর মধ্যে কিছু রুম এর ধারনা দেওয়া হলো।
১। সুপিরিয়র রুম, এই রুম গুলোতে পাবেন আধুনিক সুযোগ সুবিধা এবং রুম গুলো নতুন রুপে বা বর্তমান সময়ের সাথে সুন্দর ভাবে সাজানো হয়ে থাকে।
২। ডীলাক্স রুম, এই রুম গুলোতে আপনি সবচাইতে সুন্দর অনুভুতি পেতে পারেন, কারন এই রুম গুলো থেকে আপনি শহরের সুন্দর দৃশ দেখতে পাবেন এবং এই ডীলাক্স রুম গুলো অনেক বড় হয়ে থাকে। তবে এই ধরনের রুমের চাহিদা সারা বছর থাকে এবং এর দাম টা একটু বেশি হতে পারে, ধারনা করা যায় এক রাতের জন্য আপনাকে ৫০ হাজার এর বেশি টাকা লাগতে পারে কারন এই পেনিনসুলা হোটেল ৫ তারকা হোটেল এর ডিমান্ড সব সময় বেশি থাকে।
৩। গ্র্যান্ড ডীলাক্স রুম, এই সকল রুম গুলো অনেক বড় করে তৈরি করা হয়েছে এবং এর সাথে রুম গুলোকে বানানো হয়েছে বিলাসবহুল ভাবে। রুমের সকল কিছু খুব দামি জিনিস ব্যবহার করা হয়েছে। রুম গুলো বড় হওয়ার কারনে আপনি পুরো পরিবার নিয়ে থাকতে পারবেন। এবং এখানে আপনি সব চাইতে ভালো সুবিধা পেতে পারবেন।
৪। পেনিনসুলা স্যুট, এই রুম গুলো পেনিনসুলা হোটেল সাংহাই এর সব চাইতে বড় এপার্টমেন্ট স্যুট। এই স্যুট গুলো হোটেলের সবচাইতে দামি এবং বিলাসবহুল স্যুট।
এমন আরো অনেক শ্রেণীর রুম বা স্যুট আছে সব গুলো সম্পর্কে ভালো ভাবে জানার জন্য কমেন্ট করুন।
পেনিনসুলা হোটেল সাংহাই এর মধ্যে সবচাইতে আকর্ষণীয় যে বিষয় বা আমরা শর্ব প্রথম যে বিষয় নিয়ে চিন্তা করে থাকি যে হোটেলের ডাইনিং কেমন হবে। পেনিনসুলা হোটেল এর মধ্যে আছে দ্য লব্বি, যেখানে আপনি সারাদিন খওয়া দাওয়া করতে পারবেন এবং চা কফি খেতে পারবেন সুন্দর একটি জায়গা । ই ইয়ান, এটি হলো চীন রেস্তোরাঁ যেখানে নানা ধরনের খাবার খেতে পারবেন, এখানে আপনি চাইলে দেশি খাবার ও পাবেন। এরি মধ্যে সবচাইতে ভালো বিষয় টি হলো এই Peninsula Hotel এ আপনি ইউরোপীয় খাবার খেতে পারবেন আর এই হোটেলে ইউরোপীয় খাবার পরিবেশনে বিখ্যাত। এই হোটেলে আপনি নানা ধরনের বিনোদন কেন্দ্র ও ব্যবস্থা পাবেন এখানে হালকা পানিও পাবেন এমন আরো অনেক কিছু আছে খাওয়ার জন্য এবং বিনোদনের জন্য।
বিস্তারিতঃ
- পেনিনসুলা হোটেল সাংহাই এর পরিবেশনা, নিয়ম, এবং সুন্দরের উপর নানা ধরনের পুরষ্কার পেয়েছে, কারন হোটেলের সুবিধা এবং ফাস্ট সার্ভিস এর জন্য।
- হোটেল টিতে আছে ২৩৫ টি মতভ রুম এর মধ্যে রুমের অনেক পার্থক্য আছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী।
- হোটেল টিতে আপনি যেকোনো ধরনের অনুষ্ঠান এর ব্যবস্থা করতে পারবেন। আপনি যদি বিয়ের জন্য কনফারেন্স হল গুলো নিতে চান তাহলে সবচাইতে সুন্দর এবং ভালো হবে।
- এই হোটেলে আপনি পাবেন ফ্রী ইন্টারনেট, এসি, পার্কিং এর সুবিধা এমন আরো অনেক কিছু পাবেন।
- যদি আপনি হানিমুন এর জন্য এই হোটেলে থাকতে চান তাহলে সব চাইতে সুন্দর এবং ভালো জায়গা হবে আপনার জন্য।
এমন আরো সুন্দর হোটেল সম্পর্কে জানতে পরের পোস্ট গুলো পরে দেখুন।